International Mothers Day: আন্তর্জাতিক মাতৃদিবসে মাকে জানান মনের সেরা অনুভূতি, পাঠান উষ্ণ শুভেচ্ছা Updated: 14 May 2023, 06:30 AM IST Sanket Dhar আমাদের সবকটি দিনই মায়ের জন্য সম্ভব হয়েছে। ভালো হোক বা খারাপ, জীবনের প্রতি পদক্ষেপে মা আমাদের সঙ্গ দেন, ভরসা দেন। তাই মাকে বিশেষ ভালোবাসার জানানোর জন্যই আন্তর্জাতিক মাতৃ দিবস।