Marriage age of woman: কুমারী পুজোর দিনে দেখে নেওয়া যাক, দেশের কম বয়সী মেয়েদের বিয়ের পরিসংখ্যানে এগিয়ে কোন রাজ্য?
Updated: 03 Oct 2022, 02:45 PM IST Sritama Mitra 03 Oct 2022 Ashtami Kumari Puja 2022, woman's marriage age, most low age of marriage in India, দেশে সবচেয়ে কম বয়সে মহিলাদের বিয়ে কোথায় হয়কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলারই ২১ বছরের মধ্যে বিয়ে হয়। একই চিত্র ঝাড়খণ্ডেও। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ১৮ বছরের নিচে বিয়ে করা মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যা যথাক্রমে ৫.৮,ও ৪.৭। এরপরই রয়েছে ওড়িশা। ওড়িশায় ১৮ এর নিচে বিয়ে হয় ৩.৭ শতাংশ মহিলার।
পরবর্তী ফটো গ্যালারি