Health News: বিরল ক্যানসার চিকিৎসায় একধাপ স্বনির্ভর ভারত! সফল IIT-র তৈরি সাশ্রয়ী থেরাপি Updated: 18 Mar 2025, 06:35 PM IST Sanket Dhar IIT CAR-T Cell Therapy For Cancer: আইআইটি বোম্বের তৈরি নেক্সকার১৯ থেরাপিটি এবার সারিয়ে তুলল দুই বিরল ব্লাড ক্যানসারের রোগীকে। সম্প্রতি তাদের কার-টি সেল থেরাপি এই সাফল্য অর্জন করেছে।