গত বছর জুন মাসে বড়সড় বাইক দুর্ঘটনায় সম্মুখীন হয়েছিলেন গর্ডন রামসে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। কীভাবে স্বাভাবিক জীবনে ফিরলেন ৫৭ বছর বয়সী 'কিচেন নাইটমেয়ারস' তারকা! সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।
ঠিক কী ঘটেছিল রামসের সঙ্গে
মেন'স হেলথ-এর সঙ্গে একটি সাক্ষাত্কারে, 'হেলস কিচেন' হোস্ট জানিয়েছেন যে তিনি বাইক চালানোর সময়, আচমকা একটি বড় গর্তের কাছে গিয়ে ধাক্কা মারেন। এই মুহুর্তটি ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের মতো। গর্তে আঘাত করার পর, রামসে-এর বাইকটি ১৮০ ডিগ্রি ঘুরতে শুরু করে, সামলাতে না পেরে নিজের টু-হুইলার থেকে পড়ে যান রামসে।
আরও পড়ুন: (Viral:‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের)
ততক্ষণে, তাঁর হেলমেট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। দৃষ্টি ঝাপসা হয়ে এসেছিল। ভেবেছিলেন হয়ত, আর বেঁচে ফিরতে পারবেন না।নিজের সঙ্গে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতিতে ডুব দিয়ে এদিন রামসে বলেছেন, 'সত্যিই ভেবেছিলাম আমি আর বাঁচব না। আমি এবার চলে যাব।' কিন্তু সে সময় নিয়তি তা মানেনি। হাজারও কষ্ট চেপে অবশেষে ফোন করেন বন্ধু তথা সেলিব্রিটি শেফ জাস্টিন ম্যান্ডেলকে।
ম্যান্ডেল রামসের ফোন পেয়েই, তাঁকে তড়িঘড়ি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে দেন। অ্যাম্বুলেন্স রামসেকে নিয়ে এসে ভর্তি করে হাসপাতালে। তৎক্ষণাৎ রামসে-র সিটি স্ক্যান করা হয়। সৌভাগ্যবশত তাঁর শরীরের কোনও হাড় ভেঙে যায়নি, যদিও তাঁর কোমর থেকে পাঁজর পর্যন্ত একটি বড় বেগুনি দাগ ফুটে উঠেছিল। সুস্থ হওয়ার জন্য, ডাক্তাররা তাঁকে প্রতিদিন ফিজিওথেরাপি এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ চিকিৎসা করার পরামর্শ দিয়েছিলেন।
এরপরেই রামসে বলেন, ‘এই দুর্ঘটনার পর আমার এমনই বেহাল দশা হয়েছিল যে আমি আমার নিজের মোজা এবং প্যান্টও পরতে পরতে পারতাম না। জাস্টিন আমাকে সকালে পোশাক পরতে সাহায্য করত। সে সময় আমার মনে হয়েছিল যে বয়সটা যেন ৯৫ বছর হয়ে গিয়েছে। এমনকি ৩০ বছর বয়সী এক যুবক এসে আমায় আমার অন্তর্বাসটাও পরিয়ে দিত। এই মুহূর্তটা সত্যিই আমার জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছিল।’