Lipstick using tips: লিপস্টিক কি ঠোঁটর রঙ কালো করে দেয়? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে। ডারমাটোলজিস্ট রিচা সিং বলছেন, ‘লিপস্টিক হতেই পারে আপনার কালো ঠোঁটের নেপথ্যের রহস্য। লিপস্টিকে এমন কিছু রাসায়নিকের পরিমাণ থাকে, যার ফলে লিপস্টিক রোজ ব্যবহার করলে ঠোঁট কালো হতে পারে।’