রবিবার দিল্লির আইবিএস হাসপাতাল মস্তিষ্কের ‘ম্যাপিং ডিভাইস’-এ সূচনা হল। হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, এটি দেশের প্রথম এই ধরনের যন্ত্র। এই যন্ত্র আগামী দিনে মস্তিষ্কের যে কোনও ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে বিরাট সুবিধা করে দেবে বলে মনে করছেন অনেকেই। সে কথাও বলা হয়েছে, হাসপাতালের তরফে।
কী সুবিধা হতে পারে এই মস্তিষ্কের ‘ম্যাপিং ডিভাইস’ যন্ত্রের কারণে?
মস্তিষ্কের নানা রোগের চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য নানা ধরনের পরীক্ষা করাতে হয়। এগুলি যতটা নির্ভুলভাবে মস্তিষ্কের নানা জিনিসের অবস্থা বোঝাতে পারে, নতুন এই যন্ত্র তার চেয়ে অনেক বেশি ভালোভাবে তা পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে হাসাপতালের তরফে।
এই যন্ত্র মস্তিষ্কের টিউমার অপারেশন এবং তার চিকিৎসা অনেক সহজ করে দিতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। এমনকী এর ফলে এই জাতীয় অস্ত্রোপচার অনেক বেশি নিরাপদও হয়ে যেতে পারে। অস্ত্রোপচারের সময়ে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলির ক্ষতি এড়ানো যেতে পারে। এমনই বলা হয়েছে বিবৃতিতে।
এই যন্ত্র লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করতে অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করে। এবং মস্তিস্কের একটি মানচিত্র তৈরি করে। সেই মানচিত্র চিকিৎসকরা তাঁদের কম্পিউটারে দেখতে পান, বিশদে সেটির পর্যালোচনা করতে পারেন। এবং চিকিৎসার সুস্পষ্ট রাস্তা খুঁজে পান। নিউরোসার্জনদের কাজের ক্ষেত্রেও এই যন্ত্র দারুণ কাজের হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন যন্ত্র নির্মাতারা।
হাসপাতালের নিউরোসার্জন চিকিৎসক শচীন কান্ধারি বলেছেন, ‘এই প্রযুক্তি মস্তিষ্কের কার্যকারিতা, অপারেশনের আগে এবং পরে তার অবস্থা, তার স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার করার জন্য সম্ভাব্য রোগের আশঙ্কা নির্ণয়— সব ক্ষেত্রেই কাজে লাগতে পারে।’ ২০১১ সালে তৈরি এই হাসপাতালটি স্নায়ুরোগ, নিউরোসার্জারি, মেরুদণ্ডের সার্জারি এবং জয়েন্ট প্রতিস্থাপন সার্জারিতে খুবই নামকরা।