Home made Cake: আপনার বানানো কেক কি ইটের মতো শক্ত হয়! এই সিক্রেট টিপস মেনে বাড়িতে তৈরি করে ফেলুন, হবে স্পঞ্জের মতো নরম
Updated: 20 Dec 2023, 01:33 PM IST Sritama Mitra 20 Dec 2023 secret tips to make cake soft, best ways to make cake, christmas 2023, কেক বানানোর সিক্রেট, কেক বানানোর সবচেয়ে ভালো উপায়, ক্রিসমাস ২০২৩কেক বানানোর সময় শুধু যে উপকরণের মাত্রা খেয়াল রাখতে হয়, তা নয়। সঙ্গে কোন পাত্র ব্যবহার করছেন, কীভাবে কোন পর্যায়ে তা ব্যবহার হচ্ছে, তাও অনেকটা নির্ভর করে। রইল টিপস।
তাপমাত্রা- কেক বানানোর জন্য চাই সমস্ত উপকরণ সঠিক মাত্রায়। বানানোর কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিন ডিম আর দুধ, মাখন। ঠান্ডা ডিম আর দুধ কেকে ফেলে দিলেই তা একদম খারাপ হয়ে যায়। ফলে কেকের মিশ্রণটি নষ্ট হয়।
পরবর্তী ফটো গ্যালারি