গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকা মৃত্যু হয় জুবিন গর্গের। মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই অসম সরকারের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটি নাম। বিদেশের মাটিতে জুবিনের এই মৃত্যুতে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যারা গোটা ব্যাপারটির তদন্ত করছেন।
মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হওয়ার একদিনের মধ্যেই গ্রেপ্তার করা হলো শেখর জ্যোতি গোস্বামীকে। প্রায় এক বছর ধরে জুবিনের সঙ্গে কাজ করছিলেন তিনি। ঠিক কি কারনে গ্রেফতার করা হয়েছে তাঁকে?
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
জানা গিয়েছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। কিন্তু শারীরিক সমস্যা হওয়ায় আর ফেরা হয়নি। জলেই মৃত্যু হয় গায়কের। বৃহস্পতিবার বাড়ি থেকেই শেখর জ্যোতিকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, ইতিমধ্যেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তার শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে চালানো হয় তল্লাশি।
সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই দুজনকেও গ্রেফতার করতে পারে SIT। শ্যামকানু ছাড়াও সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকে সিআইডি হেফাজতে নেওয়া হবে আগামী দিনে। গোটা ঘটনাটির চুলচেরা তদন্ত করা হবে। কোনও অস্বাভাবিক বিষয় উঠে এলেই সঠিক পদক্ষেপ নেবে সরকার।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু ঠিক আগের দিন অর্থাৎ ১৯ তারিখেই স্কুবা ডাইভিং করতে গিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান তিনি। ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হলেও অসম সরকার এই ঘটনার পেছনে কোন গভীর ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার গুয়াহাটিতে সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। জুবিনের বোন পামে বোর ঠাকুর দাদার শেষকৃত্য সম্পন্ন করেন। প্রায় কয়েক লক্ষ মানুষের সামনে শেষকৃত্য সম্পন্ন হয় অসমের সন্তান জুবিনের। এই জনস্রোত দেখে জুবিনের নাম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়।