অনেকদিন ধরেই খবর ছিল বাংলা ধারাবাহিকে একসঙ্গে ফিরছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। এবার এল ধারাবাহিকের প্রোমো। আসানসোলের কয়লাখনির ব্যাকগ্রান্ডে বোনা এই ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা।
দুই বোনের গল্পে ফের দেখা যাবে আরাত্রিকাকে। তবে এবার সে বয়সে ছোট। অর্থাৎ ছোট বোন, নাম উজি। আর্শবাদী, সংসারের সব কাজ সামলে লেখাপড়া করে। ভালো চাকরি করে বাবা-দিদিকে ভালো রাখার স্বপ্ন তাঁর দু চোখে।
এদিকে, ছোট বোনের থেকে সম্পূর্ণ বিপরীত বড় বোন নিশা। যে চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। তাঁর স্বপ্ন বড়লোক হওয়ার। আর এই কারণে যে কোনো পদক্ষেপ নিতেই সে প্রস্তুত। সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত সে। যেখানে ফোন করে, মানুষদের ভুল বুঝিয়ে তাঁদের ব্যাঙ্ক থেকে গায়েব করা হয় কখনো লাখ, কখনো হাজার।
প্রোমোয় দেখা যায়, ঘরের সব কাজ করে, দিদি আর বাবার জন্য খাবার গুছিয়ে চাকরির পরীক্ষা দিতে যায় আরাত্রিকা। আর সেই সময়ই তাঁর দিদি যেখানে বসে এসব জালিয়াতি করে, সেখানে হানা দেয় পুলিশ। একটি ছেলে এসে খবর দিতেই, চাকরির পরীক্ষা জলাঞ্জলি দিয়ে ছুটে যায় দিদিকে বাঁচাতে। পুলিশের থেকে বাঁচিয়েও আনে। কিন্তু দেখা যায়, তার দিদি এসবে একটুও ভাবিত নয়। এমনকী, বোন যে তার কারণে পরীক্ষা দিতে পারেনি, তাতেও কোনো খারাপলাগা নেই তার মধ্যে। ব্যাগের থেকে একগুচ্ছ টাকা বের করে বলে, সরকারি চাকরি করে তার বোন যা রোজগার করবে, তার থেকে অনেক বেশি সে জোগার করে দেবে।
এমনকী, একটি পোস্টারের দিকে দেখায়। যেখানে লেখা রয়েছে ব্যানার্জী বিল্ডার্স। সঙ্গে নায়ক বীর শর্মার ছবি। নিশা বলে, ‘ওসব সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বড়লোক হওয়া যায় না। ওই দেখ, আমার নেক্সট টার্গেট।’ শুনে দিদিকে শুধরাতে উজি বলে ওঠে, ‘এখনও সময় আছে দিদি। ফিরে আয় দিদি। নাহলে আমিই একদিন তোর পথের বাধা হয়ে তোর সামনে এসে দাঁড়াব।’
এখন দেখার এই সম্পূর্ণ বিপরীতধর্মী দুই বোনের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। নায়কের সঙ্গে ভালোবাসাই বা হয় কোন বোনের? এখনও জি বাংলা এই জোয়ার ভাঁটার স্লট ঘোষণা করেনি।