পরিচালক বিবেক অগ্নিহোত্রী পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা শুরু করেছেন তার আসন্ন ছবি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার পরে। শুক্রবার এক্স (পূর্বে টুইটার) এ নিয়ে গিয়ে বিবেক একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তিনি তার ভক্ত এবং অনুগামীদের সঙ্গে ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার আপডেটটি ভাগ করে নিয়েছেন। তিনি জানান, কলকাতায় নির্ধারিত অনুষ্ঠানের আগের দিন একটি প্রথম সারির সিনেমা হল চেন এই অনুষ্ঠান বাতিল করেছে।
কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বিবেক অগ্নিহোত্রী
বিবেক অগ্নিহোত্রী, যিনি ইতিমধ্যেই তাঁর টিম নিয়ে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন, তিনি জানিয়েছেন যে, তিনি প্রথমে শুক্রবার একটি সিনেমা হলে ট্রেলার উদ্বধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে তা বাতিল করা হয়। তিনি বলেন, 'চিঠিপত্রে সব অনুমতি আমাদের কাছে ছিল। তাই আমাদের পুরো টিম কলকাতায় এসেছিল, কিন্তু এখন আমাদের জানানো হয়েছে যে ইভেন্টটি বাতিল করা হয়েছে।
‘রাজনৈতিক চাপ’-এর উল্লেখ করেছে আয়োজকরা, দাবি বিবেকের:
বিবেক আরও বলেন যে থিয়েটার চেইনটি অনুষ্ঠান বাতিলের পিছনে কারণ হিসাবে ‘রাজনৈতিক চাপ’ দাবি করেছে, কারণ তারা কোনো ‘রাজনৈতিক অশান্তি’ চায় না। বিবেক এই নিয়ে আরও বলেন, ‘খুবই দুঃখজনক। ভারতে কি দুটি সংবিধান? একটি ভারতীয়দের জন্য এবং অন্যটি পশ্চিমবঙ্গের জন্য?’
বিবেক আরও জানান, দেরি না করে ট্রেলার লঞ্চ করা হবে কলকাতায়। ছবির টিম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হবে।
বিবেক ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এইমাত্র কলকাতায় অবতরণ করলাম এবং জানতে পারলাম যে #TheBengalFiles ট্রেলার লঞ্চের ভেন্যু বাতিল করা হয়েছে। কে চায় আমাদের কণ্ঠরোধ করতে? আর কেন? কিন্তু আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। কারণ সত্যকে চুপ করিয়ে রাখা যায় না। ট্রেলার লঞ্চ হবে কলকাতায়। দয়া করে এই ভিডিয়োটি শেয়ার করুন এবং বাক স্বাধীনতাকে সমর্থন করুন।’
অনুষ্ঠান বাতিল হওয়ার পর কালীঘাট মন্দিরে বিবেক
শুক্রবার সন্ধ্যায় কলকাতার কালীঘাট মন্দিরে যান বিবেক। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, তিনি তাঁর ছবির জন্য মা কালীর আশীর্বাদ চেয়েছেন এবং তাঁর বিশ্বাস শনিবার ট্রেলার লঞ্চ করতে সফল হবেন। ‘আজ আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি এবং তাঁর আশীর্বাদে কেউ এই ছবিটি বন্ধ করতে পারবে না’, বলেন বিবেক।
বিবেক রচিত ও পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে 'দ্য বেঙ্গল ফাইলস'।