অভিনেতা সুনীল শেট্টি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কদিন আগেই সিজারিয়ান পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া মায়েদের নিয়ে কিছু আলটপকা মন্তব্য করে বসেন অভিনেতা। এরপর সেই কারণে তাঁকে ক্ষমাও চাইতে হয়। এবার এক ভিডিয়োতে সুনীলকে মঞ্চে একজন শিল্পীর উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল, কারণ সেই ব্যক্তি সুনীলকে নকল করেছিলেন। দেখা যায়, তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন।
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সুনীল এক অনুষ্ঠান মঞ্চে ক্ষিপ্ত হয়ে একজন শিল্পীকে তাঁর খারাপ নকল করার জন্য বকাঝকা করছেন। ভিডিয়োটি রেডিটেও ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে বলা হচ্ছে, এটি ভোপালের একটি অনুষ্ঠানের ঘটনা, যদিও অনুষ্ঠানের সঠিক তারিখ এখনও স্পষ্ট নয়।
‘তখন থেকে এই লোকটি আলাদা আলাদা সব ডায়ালগ বলে চলেছে, যা আদৌ আমার কণ্ঠেও নয়। আমি এত খারাপ নকল কখনো দেখিনি। যখন সুনীল শেট্টি কথা বলে, তখন সে পুরুষের মতো বলে... এই লোকটি বাচ্চাদের মতো কথা বলছিল। তাই যখন তুমি নকল করবে, তখন ভালোভাবে করো... খারাপ নকল কোরো না।’, বলতে শোনা যায় সুনীল শেট্টিকে।
সুনীল অসন্তোষ প্রকাশ করার পর, মিমিক্রি আর্টিস্ট ভিডিয়োতে সুনীলের কাছে ক্ষমা চান। সেই ব্যক্তিকে কাচুমাচু মুখে বলতে শোনা যাচ্ছে, ‘ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে নকল করার চেষ্টা করছিলাম না’
তা শুনে সুনীল বলে ওঠেন, ‘ভুলেও চেষ্টা কোরো না। এখনও সুনীল শেট্টি হতে তোমার অনেক সময় লাগবে। এভাবে পিছনে ঝুঁটি বাঁধলেই হয়ে যায় না! এখনো বাচ্চা… মনে হয় সুনীল শেট্টির অ্যাকশন ছবি দেখেনি।’
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা সুনীলের প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছেন এবং মন্তব্য বিভাগে তাদের মতামত প্রকাশ করেছেন। ‘ভীষণ অভদ্র ব্যবহার’, লিখেছেন একজন। আরেকজন লেখেন, ‘এরা ভুলে যায় খ্যাতি পেতে অনেক বছর লাগে, কিন্তু তা নষ্ট হতে মাত্র কয়েক সেকেন্ড।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম তুমি নম্র কিন্তু...’
আরেকজন গোবিন্দার প্রসঙ্গ টেনে লেখেন, ‘বরাবরই দেখি কেউ নকল করলে গোবিন্দা আর সুনীল খুব রেগে যান। সত্যিই কতটা ইনসিকিওর এরা।’
সুনীল শেট্টির আসন্ন সিনেমা
সুনীলকে শেষ দেখা গিয়েছে ‘হান্টার সিজন ২’-তে, যেখানে তাঁর এবং জ্যাকি শ্রফের মধ্যে বেশ অ্যাকসন সিন ছিল। পরবর্তীতে তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ কমেডি-ড্রামায় অভিনয় করবেন। আহমেদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, আরশদ ওয়ারসি, লারা দত্ত, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন প্রমুখ অভিনয় করবেন। এটি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা।
সুনীল এরপর অক্ষয়ের সঙ্গে বহুল অপেক্ষিত ‘হেরা ফেরি ৩’ ছবিতেও অভিনয় করবেন, যা প্রিয়দর্শন পরিচালনা করবেন।