
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডে পা দিয়েই ‘নগ্ন’ দক্ষিণী তারকা! একগুচ্ছ লাল গোলাপে গোপনাঙ্গ ঢেকে ক্যামেরার সামনে দাঁড়ালেন বিজয় দেবেরাকোন্ডা। শুরুতেই ছক ভাঙলেন অরিজিন্যাল কবীর সিং। হ্যাঁ, ধর্মা প্রোডাকশনের আসন্ন ছবি ‘লাইগার’-এর সঙ্গে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের এই হার্টথ্রব নায়কের। আর ফার্স্ট লুক পোস্টারেই ঝড় তুললেন তিনি।
আলো-আঁধারিতে ফুটে উঠেছে পেশীবহুল দেহ। হাতে ধরা একগুচ্ছ গোলাপ, যা তাঁর নগ্নতা আড়াল করে রেখেছে। যেন অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসছেন তিনি, পোস্টারের উপর লেখা, ‘শালা ক্রসব্রিড'। বিজয় দেবেরোকোন্ডার এই পোস্টার থেকে চোখ সরছে না মহিলা ভক্তদের। প্রযোজক করণ জোহরও তারিফ করতে ভোলেননি হিরোর। রসে মাখা শুভেচ্ছা জানিয়েছে তিনি লেখেন, ‘রোজ রোজ এমন উপহার মেলে না’।
পরিচালক পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। ‘কবীর সিংহ’ মুক্তির পর আচমকাই দেবারাকোন্ডার অনুরাগীর সংখ্যা উত্তর ভারতে হু হু করে বেড়ে যায়। সেই উত্তেজনাকে কাজে লাগিয়েই করণ জোহর বলিউডে নিয়ে এলেন সুপারস্টারকে। মুম্বইয়ের বস্তির এক 'চায়েওয়ালা' কেমনভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশ্যান্যাল বক্সিং চ্যাম্পিয়ানশিপে যোগ দেবে, তাই উঠে আসবে এই ছবিতে।
এই অ্যাকশন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগস্ট। হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। এই ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। এই ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণান এবং রনিত রায়। আপতত অপেক্ষা এই ‘লাইগার’-এর হুঙ্কারের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports