
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৩ জুন, মুম্বইয়ে আয়োজিত হয়েছিল চন্দু চ্যাম্পিয়ন-এর প্রিমিয়ার। সেখানেই উপস্থিত হন আমন্ত্রিত তারকারা। এসেছিলেন সুনীল শেঠি, সানি কৌশল, রিচা চাড্ডা, অনন্যা পাণ্ডে, অঙ্গদ বেদী। ছবি দেখতে ঢোকার আগে রেড কার্পেটে সকলেই পাপারাৎজির ক্যামেরায় পোজ দেন। এরপরই কালো ফুলস্লিভ গাউন পরে তিনি ঢুকলেন। কানে গোল গোল দুটো রিং, মাথার চুল টপনট করে বাঁধা। তাঁকে দেখেই চমকে উঠলেন সকলে। কেন ইনি?
যদিও চিনতে সেভাবেও অসুবিধা হয়নি। ইনি যে বিদ্যা বালান। মোটা থেকে রোগা হয়ে নিজের ভোল পাল্টে ফেলেছেন বিদ্যা। তাঁকে দেখে যে সত্যিই চেনা দায়! বিদ্যাকে এভাবে দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘বিদ্যা তো দেখছি আবারও রোগা হতে শুরু করেছেন।’ কারোর আবার মন্তব্য, ‘সারে বোল রে পাতলি হোগি... আজ কাল চিকিৎসা সে বোহত কুছ হো যাতা হ্যায় .. সব পয়সা কা খেল হ্যায়... ইয়ে লোগ কুছ হি দিনো মে স্লিম হো জাতে হ্যায়। অর হাম জোভি করলে সালো সাল মোটে সে মোটেহি হোতে জা রে হ্যায়।’ অর্থাৎ এই ব্যক্তি মনে করছেন, সবই পয়সার খেল, মেডিক্যাল ট্রিটমেন্টে আজকাল সবই সম্ভব, ওরা পয়সা ঢেলে ঠিক রোগা হয়ে যায়, আর আমরা সারা জীবন মোটাই থেকে যাই।' কারোর কথায়, ‘শরীরচর্চা ছাড়াই কীভাবে এটা সম্ভব, বিদ্যা নিশ্চয় গ্যাস্ট্রিক ব্যান্ড সার্জারি করিয়েছেন।’
কেউ অবাক হয়ে লিখেছেন, ‘এত্ত রোগা বিদ্যা কীভাবে হলেন! বিদ্যাকে তো বাচ্চা মেয়ে লাগছে, ফিটও লাগছে!’ কারোর মন্তব্য ‘বিদ্যা এত্ত রোগা! অদ্ভুত পরিবর্তন! বিদ্যাকে তো বছর ২০-র মেয়ে মনে হচ্ছে।’
এদিন বিদ্যা বালানের সঙ্গে এক অল্পবয়সী কিশোর যুবককে দেখা যায়, তাকে নিয়েও বিদ্যা পাপারৎজির ক্যামেরায় পোজ দেন। সকলকে বলেন, ‘এবার দয়া করে এটা বলবেন না যেন এ আমার ছেলে! এটা আসলে আমার বোনের ছেলে! এটা আমার জান…’ বলেই বোনপোর গালে চুমু খেয়ে নেন অভিনেত্রী।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই বিদ্যা বালানকে কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলাইয়া ৩-তে অভিনয় করছেন। যে ছবিটি দীপাবলিতে মুক্তি পেতে চলেছে।
প্রসঙ্গত ২০২০ সালের এক সাক্ষাৎকারে বিদ্যা নিজের স্থুল চেহারা নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন তিনি কিশোরী বয়স থেকেই মোটা। অনেকেই তাঁকে বলেছেন, 'তুমি এত সুন্দর দেখতে, ওজন কমাও না কেন!' বিদ্যা জানিয়েছিলেন, তিনি ওজন কমানোর জন্য পাগলের মতো চেষ্টা করে গিয়েছেন, শরীরচর্চা করেছেন। তখন হয়ত সাময়িক একটু ওজন কমেছে, তবে আবার যে কে সেই। এমনকি ডায়েট, উপবাস, ১০ লিটার জল খাওয়া, কী না করেননি! অভিনয়ে আসার পর একসময় তাঁর মনে হয়েছিল, মোটা হওয়ার কারণেই তাঁর ছবি বারবার ফ্লপ হয়েছে। তখন তিনি আবারও রোগা হওয়ার চেষ্টা করেন, তবে লাভের লাভ কিছুই হয়নি।
তবে সেই বিদ্যাই এবার ওজন কমিয়ে, নিজের ভোল বদলে সকলকে চমকে দিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports