
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আতসবাজি রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বরুণ ধাওয়ান। মধ্যরাতে স্ত্রী নাতাশাকে পাশে নিয়ে বর্ষবরণে মেতে ওঠেন অভিনেতা। বরুণ ইনস্টাগ্রামে আতশবাজির একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘বাই বলবেন না হাই #2024 #happynewyear....শুভ নতুন বছর, ২০২৪’।
সম্প্রতি, 'অক্টোবর' অভিনেতা তাঁর আসন্ন অ্যাকশন ফিল্ম 'ভিডি 18'-এর কেরালার শিডিউল শেষ হয়েছে সে কথা জানিয়েছেন। আরও পড়ুন: আন্দামানে রোম্যান্টিক মেজাজে গৌরব-দেবলীনা, শেয়ার করলেন ঘনিষ্ঠ ছবি
উল্লেখ্য, বলিউডে কান পাতলে জোর গুঞ্জন ২০২৪-এ ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবির ঘোষণা সারবেন প্রযোজক করণ জোহর, পরিচালক শশাঙ্ক খৈতান এবং অভিনেতা বরুণ ধাওয়ান ত্রয়ী। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র ৬ বছর পার, অবশেষে আসছে দুলহানিয়া ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবি।
বরুণ ধাওয়ানের কেরিয়ার অন্যতম সফল ছবি ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির দুটি ছবি। তাই ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র পর আবারও দুলহা সাজতে তৈরি বরুণ, জানাচ্ছে বলিউড হাঙ্গামার সূত্র। আগের দুই ছবিতেই বরুণের বিপরীতে ছিলেন আলিয়া ভাট। তবে এবার আলিয়ার বদলে নতুন কোনও মুখকে দেখা যাবে বরুণের নায়িকা হিসাবে। সূত্র বলছে, এই ছবির সঙ্গে কোনও নবাগতাকে লঞ্চ করতে পারেন ধর্মা কর্ণধার।
জানা গিয়েছে, ২০২৪-এর শেষের দিকে শুরু হবে ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবির শ্যুটিং। বেশ কয়েক মাস ধরেই এই ছবির ভাবনা নিয়ে আলোচনা চলছিল অভিনেতা ও প্রযোজক-পরিচালকের। অবশেষে চিত্রনাট্যের খসড়া চূড়ান্ত হয়েছে। বরুণের ঘনিষ্ঠ সূত্র বলছে, আগামী বছর বাবা, ডেভিড ধাওয়ানের পরিচালনায় তৈরি ছবির শ্যুটিং শেষ করেই এই ছবির কাজে হাত দেবেন বরুণ।
নতুন বছরে বরুণ নতুন জুটি বাঁধবেন ওয়ামিকা গাব্বির সঙ্গে। এছাড়াও রাজ-ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘সিটাডেল ইন্ডিয়া’য় দেখা যাবে তাঁকে। সিটাডেলের এই ভারতীয় সংস্করণে বরুণ রোম্যান্স করবেন সামান্থা প্রভুর সঙ্গে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports