উর্বশী রাওতেলা আর ঋষভ পন্তের সম্পর্ক নিয়ে চর্চার যেন কোনও অন্ত নেই। তারই মাঝে ভষ্মে ঘি ঢালার কাজটা করে অভিনেত্রী পোস্ট।
ঋষভের সঙ্গে কোষ্ঠি বিচার শুরু করলেন নাকি উর্বশী।
উর্বশী রাওতেলা আর ঋষভ পন্তের কিস্সা যেন থামার নামই নেয় না। প্রেম আছে কি নেই, তা বুঝতে গিয়েই যেন কালঘাম ছুটে গিয়েছে আমজনতার। যাই হোক, আপাতত প্যারিসে আটকে আছেন অভিনত্রী। প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে সে দেশে গিয়ে পড়েন বিক্ষোভের মুখে। আপাতত বলা চলে হোটেলেই বদ্ধ আছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বইয়ের ছবি শেয়ার করে নেন। বইয়ের নাম ‘Love Signs’। এখানেই থেমে থাকেননি, এরপর এই বইয়ের একটি পৃষ্ঠারও ছবি দেন। যাতে লেখা, পাইসেস আর লিব্রার মধ্যে সম্পর্ক। পাইসেস অর্থাৎ মীন, আর লিব্রার মধ্যে সম্পর্কের সমীকরনটা ঠিক কেমন হয়। এবার বলে রাখি উর্বশী হল মীন রাশির, আর পন্ত তুলা রাশির। আরও পড়ুন:বর্ষায় মিইয়ে যাচ্ছে বিস্কুট-চানাচুর? আপনার এই ভুলেই এই হাল, বন্ধ করুন এখনই
সোশ্যাল মিডিয়ায় এই দুটি ছবি শেয়ার করতেই ফের একবার উর্বশীর উপরে ক্ষেপে লাল পন্তের ভক্তরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দুটির স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। একজন লেখেন, ‘কী ক্ষেপাটে মহিলা। আমি এটাই বুঝতে পারছি না ওর কি পন্তের উপরে ক্রাশ আছে না কি। তবে এসব করে লোকের সামনে নিজেকেই ছোট করে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই মেয়েটা খবরে আসার সময় আর কী কী যে করতে পারে। পন্তের কপালে আর শান্তি নেই।’ আরও পড়ুন: ফিরছে ‘মেয়েবেলা’র মৌঝর! বড় ঘোষণা ডোডো অর্পণের, ‘সারপ্রাইজ’ দিলেন মৌ স্বীকৃতি