টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। অভিনেত্রীকে প্রায়শই গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত জানাতে দেখা যায়। এমনকী নানা সোশ্যাল ইস্যু নিয়েও করে থাকেন মন্তব্য। নিজের ছোট্ট রাজপুত্র, স্বামীর সঙ্গেও দিয়ে থাকেন ছবি।
সম্প্রতি দেবলীনার সাত মাসের ছেলে জয়ের গায়ের রং নিয়ে ট্রোলিং করে কিছু মানুষ। যাতে সোচ্চার হয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গেই। আর এবার ট্রোলিংয়ে বিরক্ত হয়ে অভিনেত্রী ট্রোলারদের বিরুদ্ধে এবং যারা ছোট্ট বাচ্চাটিকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঘৃণামূলক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং বলেছেন যে তার ছেলের উপর ২০০০ এরও বেশি নেতিবাচক মন্তব্য করা হয়েছে।
দেবলীনা লেখেন, ‘এবার এদের প্রাপ্য চিকিৎসা দেওয়া হোক। সাত মাসের শিশুকে ট্রোল করে... রঙের কথা, ধর্মের কথা... একটা সীমা আছে। দয়া করে আমাকে এই জাতীয় ট্রোলের স্ক্রিনশট এবং প্রোফাইল ডিএম করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করছি।’
‘এবার এদের প্রাপ্য চিকিৎসা দেওয়া হোক। সাত মাসের শিশুকে ট্রোল করে... রঙের কথা, ধর্মের কথা... একটা সীমা আছে। দয়া করে আমাকে এই জাতীয় ট্রোলের স্ক্রিনশট এবং প্রোফাইল ডিএম করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করছি।’, আরও লেখেন দেবলীনা।
২০২৩ সালে জিম ট্রেনারের সঙ্গে আচমকাই বিয়ে করেন দেবলীনা। তাঁর ভক্ত-পরিচিতদের কাছে তা ছিল বড় একটা সারপ্রাইজ। ভিন্ন ধর্মের ছেলে বিয়ে করায়, ট্রোলের নিশানায় ছোট পর্দার ‘গোপী বহু’ সেই থেকেই। সম্প্রতি ছেলে ও বরের সঙ্গে ছবি দেওয়ায়, অনেকেই কটাক্ষ করে লেখেন, ‘বাচ্চা দেখছি বাবার মতো হয়েছে।’ ছাড়ার পাত্রী নন দেবলীনাও, তিনি লেখেন, ‘কেন আপনাকে কি পাশের বাড়ির কাকার মতো দেখতে?’