
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েক সপ্তাহ ধরেই TRP-র জোরদার টক্কর শুরু চলছে। জি বাংলা না স্টার জলসা, কে কাকে টেক্কা দেবে, সেরার জায়গা কে ধরে রাখবে, তা নিয়েই চলছে লড়াই। গত সপ্তাহেও ‘গাঁটছড়া’র কাছে পিছিয়ে ছিল ‘মিঠাই’। এবার কী হল?
মিঠাইয়ের নম্বর আরও বেড়েছে। গত সপ্তাহের ৯.১ থেকে এই সপ্তাহে সে ৯.৩। তাহলে কি টপকে গেল ‘গাঁটছড়া’কে। না তা হয়নি! ৯.৯ নিয়ে প্রথম স্থানে বহাল তবিয়তে বসে আছে শোলাঙ্কি-শ্রীমা-গৌরব-অনিন্দ্যরা। তবে মিঠাই এবার দুইয়ে। ঘাড়ে নিশ্বাস ফেলছে বলতে পারেন।
‘মন ফাগুন’কে সরিয়ে সেরা তিনে উঠে এল আলতা ফরিং। পিহু আর ঋষির অমন দোলখেলাও পারল না টিআরপি বাড়াতে? সহচরীর ফিরে দাঁড়ানোর লড়াই দিয়ে নিজের জায়গা ধরে রাখতে পারল ‘আয় তবে সহচরী’। এদিকে টিআরপি তালিকার সেরা দশে চলতি সপ্তাহেও ওঠা হল না অপরাজিতা আঢ্যর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর। একই হাল খুকুমণিরও।
চলুন এবার একনজরে দেখে নেওয়া যাক কে কেমন ফল করল এই সপ্তাহে:
গাঁটছড়া ৯.৯ (প্রথম)
মিঠাই ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং ৮.৭ (তৃতীয়)
মন ফাগুন ৮.৫ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া ৮.৪ (পঞ্চম)
আয় তবে সহচরী ৮.৩ (ষষ্ঠ)
উমা ৮.১ (সপ্তম)
ধুলোকণা ৭.৮ (অষ্টম)
গৌরী এলো ৭.৭ (নবম)
পিলু ৭.৪ (দশম)
নন ফিকশন শো-র মধ্যে ‘দাদাগিরি’ (৬.০) আর ‘দিদি নম্বর ১’ (৬.২) দুটোই হিট। ফাইনাল উইকে ভালো ফল করল সুপার সিঙ্গার সিজন ৩-ও (৫.৪)।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports