প্রায় ১২ সপ্তাহ টিআরপি টপার থাকার পর, পদচ্যুত স্টার জলসার জনপ্রিয় মেগা পরশুরাম। আর সেই জায়গা নিয়েছে জলসারই নতুন শুরু হওয়া মেগা রাজরাজেশ্বরী রানী ভবানী। পরপর দু সপ্তাহ বেঙ্গল টপার ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকটি। নাটোরের রানির উপর সিরিয়াল তৈরির ঘোষণা করেছিল স্টার জলসা ও জি বাংলা একসঙ্গে। তবে পরবর্তীতে দেখা যায়, জি বাংলার সেই প্রোজেক্ট স্থগিত হয়ে যায়। আর এদিকে জলসায় রাজরাজেশ্বরী রানী ভবানীর সম্প্রচার হতেই, চলছে রমরমিয়ে।
দ্বিতীয় স্থানে অবশ্য এবারে রয়েছে পরশুরাম। এমনকী, গত সপ্তাহে পরিণীতার কাছে যে স্লট হারিয়েছিল, সেটাও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আর সবাইকে অবাক করে তৃতীয় স্থানে উঠে এসেছে চিরসখা ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে আবারও এক মাস্টারপিসের মুখোমুখি দর্শক। চার নম্বরে জগদ্ধাত্রী ধারাবাহিক রয়েছে। কথাকে টক্কর দিয়ে দিনদিন আরও বাড়ছে দুই ধারাবাহিকের নম্বরের গ্যাপ। পঞ্চম স্থানে রাঙামতি তীরন্দাজ।
কদিন আগেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল চিরদিনই তুমি যে আমার-এর সেটের দুই লিড অ্যাক্টর জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যেকার ঝামেলাকে ঘিরে। এমনকী, জিতুর নামে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া। সপ্তাহখানেক পর যদিও সবটা মিটমাট করে নেন তাঁরা। অনেকেই ভেবেছিল সেই ছাপ পড়বে টিআরপিতে। কিন্তু দেখা গেল যে, চিরদিনই তুমি যে আমার ৫.৫ রেটিং পেয়ে সপ্তম স্থান।
দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা-
প্রথম: রাজরাজেশ্বরী রানী ভবানী (৭.১)
দ্বিতীয়: পরশুরাম (৬.৭)
তৃতীয়: চিরসখা (৬.৪)
চতুর্থ: জগদ্ধাত্রী (৬.৩)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.০)
ষষ্ঠ: পরিণীতা (৫.৯)
সপ্তম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min)/ চিরদিনই তুমি যে আমার (৫.৫)
অষ্টম: দাদামণি (৫.০)
নবম: কথা (৪.৬)
দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.০)
এদিকে, নন ফিকশনের কথা বললে ডান্স বাংলা ডান্সের রেটিং এসেছে ৪.২। দর্শকদের অভিযোগ এবারে একটুও জমেনি ডান্স রিয়েলিটি শো। দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র রেটিং এল ৪.৩।