বলিউডের ‘ভাবি ২’ তৃপ্তি দিমরির প্রেম নিয়ে চর্চা দীর্ঘদিনের। অনুষ্কা শর্মার ভাইবউ হওয়ার কথা ছিল তৃপ্তির। কিন্তু কার্নেশ শর্মার সঙ্গে তৃপ্তির প্রেমের সম্পর্ক টেকেনি। তারপর থেকে ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সাথে নাম জড়ায় নায়িকার। প্রায়ই একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন চর্চিত যুগল। যদিও এখনও সম্পর্কে সিলমোহর দেননি অ্যানিম্যাল নায়িকা।
সম্প্রতি বিমানবন্দরে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল। তৃপ্তি দিমরিকে বিমানবন্দরে নামিয়ে দিতে এসেছিলেন স্যাম মার্চেন্ট, যা ফের তাঁদের প্রেমচর্চাকে উস্কে দিল। তৃপ্তির কোটিপতি প্রেমিক নীল পোর্শে নিয়ে এসেছিলেন মুম্বই বিমানবন্দরে। কোনও লুকোছাপা নয়, এদিন পাপারাৎজিদের ক্যামেরার সামনেই বাধ্য প্রেমিকের মতো তৃপ্তিকে গাড়ি থেকে নামান স্যাম। এরপর নিজের হাতে গাড়ির বনেট খুলে সেখান থেকে তৃপ্তির ব্যাগ বার করে হাতে তুলে দেন।
এর আগে তারা লোকচক্ষু থেকে নিজেদের সম্পর্ককে দূরে রাখার চেষ্টা করেছিলেন, এবার স্যাম পিছপা হয়নি। এয়ারপোর্ট লুকসের জন্য় তৃপ্তি বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল পোশাকষ ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে সাদা ক্রপ টপ।
স্যাম মার্চেন্টের দেখা মিলল কালো টি-শার্ট আর জিনসে। স্যাম মার্চেন্টের সঙ্গে 'ধড়ক ২' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল তৃপ্তিকে। এমনকী, ধড়ক ২-এর পোস্টার ব্যানারের ছবি পোস্ট করে প্রেমিকার ফিল্মের প্রচারও করেছিলেন স্যাম। গত বছর ডিসেম্বরে স্যাম মার্চেন্টের সঙ্গে বাইকে দেখা গিয়েছিল তৃপ্তিকে। তবে সেইসময় ছবি তোলার মেজাজে ছিলেন না এবং মাস্কে মুখ ঢেকেছিলেন। গত অগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল তাঁকে। শোনা যায়, অনুষ্কা শর্মার ভাই অভিনেতা কর্ণেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে জানা যায়, তৃপ্তি ও কর্ণেশের বিচ্ছেদ হয়েছে।