৬ মে মধ্যরাতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করল ভারতীয় সেনা। ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল অপারেশন সিঁদুর চালিয়ে। পহেলগাঁও হামলার জবাবে এই ঘটনায় উচ্ছ্বসিত, গর্বিত টলিউড তারকারা। কী লিখলেন, জিৎ, মিমি চক্রবর্তীরা?
অপারেশন সিঁদুর নিয়ে কী মত টলিউড তারকাদের?
কাঞ্চন মল্লিক এদিন লেখেন, 'জয় হিন্দ।' অন্যদিকে ইমন চক্রবর্তী অপারেশন সিঁদুরের পর তাঁর ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস শেয়ার করে লেখেন, 'জয় হিন্দ। জয় ভারতীয় সেনা।' ঐন্দ্রিলা সেন এদিন হনুমানজির একটি ছবি শেয়ার করেন যেখানে হাতে করে তাকে সিঁদুরের বাটি নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এটি শেয়ার করে তিনি লেখেন, 'অপারেশন সিঁদুর।'
জিৎ এদিন অপারেশন সিঁদুরের একটি ছবি শেয়ার করেন। জানান তিনি গর্বিত দেশের সেনা বাহিনীর এই কাজে। নীলাঞ্জনা শর্মাও একই কথা লেখেন ইনস্টাগ্রামে। অহনার দত্ত এদিন লেখেন, 'সিঁদুর মুছতে এসেছিল। এখন নিজেদের দেশের নূর মুছে গেল।'

মিমি চক্রবর্তী এদিন মনে করিয়ে দেন একতাই বল কথাটি। রণিতা দাস সহ আরও অনেকেই এদিন এই ঘটনার পর নিজেদের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এদিন অঙ্কুশ হাজরা একটি ভিডিয়ো পোস্ট করে পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, 'আমাদের প্রিয় প্রতিবেশীকে জানাই শুভ অকাল দীপাবলি। জয় হিন্দ।'
প্রসঙ্গত গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। সেই ২৬ জনের মৃত্যুর পর থেকেই যোগ্য জবাব দেওয়ার কথা, দাবি বারংবার শোনা গিয়েছে নাগরিকদের মুখে। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে অধিকৃত কাশ্মীর সহ পড়শি দেশের ৯ টি জায়গায় এয়ার স্ট্রাইক করে ভারত।
আরও পড়ুন: ৫৪ -র দোরগোড়ায় দাঁড়িয়ে করেন তৃতীয় বিয়ে, রয়েছে রাজনৈতিক যোগ -ও! চিনতে পারছেন অভিনেতাকে?