The Bengal Files Movie Box Office: এমনি ২০২৬ বিধানসভা ভোট নিয়ে উত্তাল বাংলা। তারই মাঝে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার মুক্তি নিয়ে জন্ম নিয়েছে বড় বিতর্ক। বিশেষ করে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইতিহাসকে বিকৃত করার, ভোটের আগে ধর্মীয় উস্কানি ছড়িয়ে দেওয়ার। এমনকী, বাংলার ইতিহাস নিয়ে তৈরি হওয়া সিনেমাটি বাংলাতেই মুক্তি পায়নি। যদিও দেশের বাদবাকি প্রান্তে চলছে তা প্রেক্ষাগৃহগুলিতে। চলুন দেখে নেওয়া যাক বক্স অফিসে কেমন আয় হল ছবিটার।
ষষ্ঠ দিনে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির সংগ্রহ প্রায় ৮৮ লক্ষ টাকা। যা স্যাকনিলকের এক প্রতিবেদন অনুযায়ী, ছবিটির মোট ভারতীয় নেট সংগ্রহকে ৯.৮২ কোটি টাকায় নিয়ে এসেছে। বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ‘ফাইলস’ ট্রিলজির শেষ কিস্তি ‘বেঙ্গল ফাইলস’।
দ্য বেঙ্গল ফাইলসের বক্স অফিস কালেকশন:
ছবিটি মুক্তির প্রথম দিনে শুক্রবার ১.৭৫ কোটি টাকা দিয়ে মোটামুটি ভালোই শুরু করেছিল এবং সপ্তাহান্তে তা কিছুটা গতি পেয়েছিল। শনিবার বেঙ্গল ফাইলস আয় করে ২.২৫ কোটি টাকা (২৮.৫৭% বৃদ্ধি) এবং রবিবার ২.৭৫ কোটি টাকা (২২.২২% বৃদ্ধি)।তবে সপ্তাহের দিনগুলিতে আয় উল্লেখযোগ্যভাবে কমে। সোমবার সংগ্রহ ১.১৫ কোটি টাকায় নেমে এসেছিল (৫৮.১৮% হ্রাস), এরপর মঙ্গলবার ১.৩৫ কোটি টাকা দিয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। বুধবার যদিও সংগ্রহ নেমে এল ৮৮ লক্ষ টাকায়।
কোন শহরে দ্য বেঙ্গল ফাইলস ছবিটি সবচেয়ে বেশি দেখা হচ্ছে?
দর্শক সংখ্যা দেখাচ্ছে চেন্নাইতে সবচেয়ে ভালো পারফর্ম করছে দ্য বেঙ্গল ফাইলস। বেঙ্গালুরু ২৮% দর্শক সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে ছিল, মুম্বইয়ে ১৫.৬৭% দর্শক, দিল্লি এনসিআরে ১৬.৩৩% দর্শক এবং পুনেতে ১৬.৬৭% গড় দর্শক সংখ্যা দেখা গিয়েছে। আহমেদাবাদ, সুরাট এবং হায়দ্রাবাদ যেসব শহর কম দর্শক সংখ্যা দেখিয়েছে, সেখানে দুপুর ও সন্ধ্যার সময় দর্শক সংখ্যা বেশি ছিল এবং রাতের কোনো শো হয়নি।
দ্য বেঙ্গল ফাইলস সম্পর্কে:
‘বেঙ্গল ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি, যার আগে এসেছে ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবিটি দাবি করে যে, বিভাজনের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী যোশী-সহ বড় তারকারা কাজ করেছেন। বাংলা থেকে ছবিতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস।