শনিবার চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার ‘দ্য আর্চিস’-এর কাস্টদের মোশন পোস্টার শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। আর তা সামনে আসতেই তিন স্টার কিড খুশি কাপুর, অগস্ত্য নন্দা আর সুহানা খানকে নিয়ে মাতামাতি শুরু বলিউডের অন্দরে। কারিনা কাপুর , শ্বেতা বচ্চন, করণ জোহররা জানিয়েছেন প্রতিক্রিয়া।
তিন তারকা সন্তানেরই একক পোস্টার এবং মোশন পোস্টারগুলি শেয়ার করে নিলেন জোয়া এদিন। নেটফ্লিক্সের এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন এই তিন তারকা সন্তান। বনি ও শ্রীদেবীর কন্যা খুশি, শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে সুহানা ও অমিতাভের মেয়ের ঘরের নাতি অগস্ত্য। ছবিতে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে, আর্চির চরিত্রে অগস্ত্য এবং বেটির চরিত্রে খুশিকে।
অগস্ত্য-র পোস্টার শেয়ার করে জোয়াইনস্টাগ্রাম ক্যাপশনে লিখেছেন, ‘আর্চি অ্যান্ড্রুজের সঙ্গে দেখা করুন (হার্ট ইমোজি)। রিভারডেলের হার্টথ্রব, যদিও তিনি জানেন না তাঁর হৃদয় কার কাছে।’ এই পোস্টে করণ জোহর মন্তব্য করলেন, ‘Aggggyyyyyy’। অগস্ত্য নন্দার বোন নভ্যা নভেলি নন্দা কমেন্ট করলেন, ‘আর্চি (হার্ট ইমোজি)।’ তাদের মা শ্বেতা বচ্চন কমেন্ট সেকশনে এসে লিখলেন, ‘ইয়ায়া’।
এরপর সুহানার পোস্টার নিয়ে জোয়ার ক্যাপশন, ‘স্যাসি আর ক্লাসির মাঝামাঝি! বিশ্ব অপেক্ষা করছে ভেরোনিকা লজের জন্য। কারিনা কাপুর মন্তব্য করেছেন, ‘গো জোয়া। সেরা সেরা।’ করণ লিখেছেন, ‘ওমজি (ওহ মাই গড)! সেরা সকাল! বাচ্চাদের দেখতে দারুণ লাগছে!!! সুহানার জন্য খুব উত্তেজিত।’
খুশির পোস্টারে জোয়া আখতার লিখলেন, ‘দেখে যতই পাশের বাড়ির মেয়ে মনে হোক না কেন, হালকা চালে নেওয়া যাবে না। চিনে নিন আর্চিসের বেটি কুপারকে।’
জানা যাচ্ছে, জোয়া আখতারের এই সিনেমাটি আর্চিস কমিক বুক ইউনিভার্সের উপর ভিত্তি করে তৈরি। ১৯৬০ এর দশকের প্রেক্ষাপটেই ফুটে উঠবে চরিত্রগুলি। নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই টিজার সামনে এসেছে। রিভারডেলের একদল বন্ধুর গল্প দেখা গিয়েছে সেখানে। রিভারডেল শহরে রয়েছে আইকনিক পপ টেটস, একটি সোডার দোকান, যেখানে আর্চি ও তাঁর বন্ধুরা সময় কাটায়। আর্চিস গ্যাং গান করে, পার্টি করে এমনকি ক্লাসরুমেও নাচ করতে দেখা যায় তাদের। প্রেমে পড়েন, মন ভাঙে, আবার বন্ধুদের হাত ধরেই সে আঘাত কাটিয়ে উঠছে।
গোটা বলিউড মুখিয়ে আছে এই সিনেমা নিয়ে। তিন স্টার কিডের একই ছবি দিয়ে বলিউডে পা রাখা বলে কথা। যদিও নেটপাড়া ইতিমধ্যেই এই সিনেমার সঙ্গে ‘নেপোটিজম’ ট্যাগ জুড়ে দিয়ে তা বয়কট করার দাবি তুলতে শুরু করে দিয়েছেন।