'টেক্কা'র টিজার সামনে এসেছে। ইতিমধ্যেই সেটা দেখে ফেলেছেন বহু মানুষ। সেখানে অপহরণকারী যুবকের ভূমিকায় দেখা গিয়েছে সুপারস্টার দেবকে। টিজারে একটা ছোট্ট স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে সুপারস্টারকে। কিন্তু কেউ কি জানেন, সেই ছোট্ট মেয়েটির আসল পরিচয়?
এই ছোট্ট শিল্পীর আসল নাম হল আমেয়া বসু। যিনি কিনা আদপে প্রাক্তন ক্রিকেটার রণদেব বসুর কন্যা। আর শিশুশিল্পী আমেয়ার মা হলেন সিনেমার কার্যনির্বাহী প্রযোজক, নাম রম্যাণি ঘোষ। যখন ছবির জন্য ছোট্ট এক মেয়েকে খুঁজছিলেন, ছবির প্রযোজক, পরিচালক। ঠিক তখনই তাঁরা জানতে পারেন রম্যাণীর মেয়ের কথা। সেই মেয়ে আমেয়া আবার দেবের পরম ভক্ত, একথা জানতে পেরে মায়ের কাছ থেকে মেয়েকে তাঁর ছবিতে অভিনয়ের জন্য চেয়ে নেন দেব। রম্য়াণীও 'না' বলতে পারেননি। দেব-সৃজিতের অনুরোধেই নাকি আমেয়ার লুক টেস্ট হয়। এরপর অভিনয়ের জন্য সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণও নিয়েছিল আমেয়া। তারপর বাকিটা পরিচালক সৃজিত নিজের মতো করে আমেয়াকে শিখিয়ে-পড়িয়ে নিয়েছেন।
ছোট্ট আমেয়া অবশ্য বেশ হাসিখুশি। শ্যুটিং স্পটে এসে দেবেরও বেশ পছন্দের পাত্রী হয়ে উঠেছিল সে। যে ৫দিন 'টেক্কা'র শ্যুটিং সে করেছে দেবের কোলে পিঠে চড়েই ঘুরেছে সে। তবে এরজন্য একটা দিনও স্কুল কামাই করতে হয়নি আমেয়াকে। এদিকে আগে থেকেই ছোট্ট আমেয়া সুপারস্টার দেবের অনুরাগী ছিল, শ্যুটিং করতে এসে দেবদাকে তাঁর আরও বেশি পছন্দ হয়েছে। আর এখন এই ছোট্ট মেয়েটির মন জুড়ে নাকি শুধুই দেব। আমেয়া নাকি কথাবার্তায় বুঝিয়ে দিয়েছে, বিয়ে করলে সে নাকি দেবদাকেই বিয়ে করবে।
আরও পড়ুন-টানা ৬ ঘণ্টা শৌচকর্ম আটকে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন! একী কথা বলছেন আলিয়া

হ্যাঁ, বয়সের বিস্তর পার্থক্য থাকলেও আমেয়ার কাছে সুপারস্টার দেব কিন্তু 'আঙ্কেল' নন, ‘দেবদা’। আর দেবও ছোট্ট আমেয়ার প্রতি বেশ স্নেহশীল। আর তাই প্রতিদিন আমেয়ার জন্য নানান চকোলেট নিয়ে আসতেন দেব। তাকে কোলে কোলে নিয়ে ঘুরেওছেন সারাক্ষণ।
এদিকে আবার আমেয়াকে শ্যুটিংয়ে নিয়মিত নিয়ে আসত তার দিদা। মাঝে কয়েকদিন তাঁর জ্বর হওয়ার কারণে তিনি আসতে পারেননি। তবে ফের তিনি শ্যুটিংয়ে ফিরতেই আমেয়ার দিদার কাছে তাঁর শারীরিক পরিস্থিতি খোঁজ খবর নিয়েছেন দেব। আর সুপারস্টারের এই নমনীয় ব্যবহারেই নাকি তাঁর প্রতি আরও বেশি করে মন মজেছে আমেয়া বসুর।