
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
'তারক মেহতা কা উল্টা চশমা'-র সোনু ভিড়ের কথা মনে আছে? সেই সোনু অর্থাৎ অভিনেত্রী ঝিল মেহতা এবার ব্যক্তিগত জীবনে প্রতিশ্রুতিবদ্ধ হলেন! সম্প্রতি প্রেমিকের প্রেম প্রস্তাবে সায় দিয়েছেন ছোটপর্দার 'সোনু' ওরফে ঝিল। বাগদান সেরে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই স্বপ্নময় মুহূর্তটিই তুলে ধরেছেন অভিনেত্রী।
ঝিল মেহতা যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে তাঁকে চোখ বেঁধে অনুষ্ঠানস্থলে আনতে দেখা যাচ্ছে। এরপর অভিনেত্রীর প্রেমিক তাঁকে নাটকীয় কায়দায় নাচে গানে প্রেম নিবেদন করেন। এমন রোম্যান্টিক প্রস্তাবের পরও কীভাবে হ্যাঁ না বলে থাকতে পারতেন ঝিল! 'তারক মেহতা কা উল্টা চশমা'-র 'সোনু' তাঁর বাগদানের স্বপ্নময় মুহূর্তটি পোস্ট করেছেন। এদিন অভিনেত্রীকে লাল পোশাকে বেশ গর্জিয়াস দেখাচ্ছিল।
ভিডিওটি শেয়ার করে, ঝিল জনপ্রিয় ফিল্মি গানের লাইন তুলে লিখেছেন, ‘কোই মিল গায়া, মেরা দিল গায়া’।
আরও পড়ুন-তিনিই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রিয় অভিনেতা, শুনে কী বলছেন রজতাভ দত্ত?
এদিকে বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছে, 'তারক মেহতা কা উল্টা চশমা' নাকি এবার বন্ধ হয়ে যাবে। এরই প্রতিক্রিয়া হিসাবে অসিত কুমার মোদী একটা বিবৃতি জারি করেন, সাফ জানান, 'তারক মেহতা কা উল্টা চশমা' বন্ধ হচ্ছে না।
অসিত কুমার মোদী বলেন, ‘আমি এখানে আমার দর্শকদের বিনোদন দিতে এসেছি এবং আমি কখনও আমার দর্শকদের মিথ্যে বলব না। শুধুমাত্র কিছু নির্দিষ্ট কারণে আমরা দিয়ার চরিত্রটিকে সময় মতো ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু, তার মানে এই নয় যে চরিত্রটি আর ফিরবে না! দিশা ভাকানি নাকি অন্য কেউ, সেটা সময়ই বলে দেবে। কিন্তু, দর্শকদের কাছে আমার প্রতিশ্রুতি যে দিয়া ফিরে আসবে। তারক মেহতা কা উল্টা চশমা বন্ধ হচ্ছে না। ১৫ বছর ধরে কোন কমেডি শো চালানো সহজ কাজ নয়। এটা কখনওই বিরতি নেয় নি।’
৳7,777 IPL 2025 Sports Bonus