অবশেষে বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এল বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। বিগত কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ে। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে তাপসীর বিয়ে সম্পন্ন হয়েছে। এবার বধূবেশে অভিনেত্রীর বিয়ের ভেন্যুতে প্রবেশের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বরমালা অনুষ্ঠানের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
তাপসী পান্নুর বিয়ের ভিডিয়ো
লাল স্যুট এবং ভারী গয়না পরে তাপসী। ম্যাথিয়াসের দিকে হেঁটে গিয়েছেন নতুন কনে তাপসী। শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন নতুন বর ম্যাথিয়াস। তাপসীর বোন শগুন পান্নু এবং পরিবারে মেয়েদের টিম নববধূ তাপসীর পাশে পাশেই হাঁটছিলেন। আরও পড়ুন: মুভি ডেটে গিয়েছিলেন তামান্না-বিজয়! ‘ক্রু’ দেখে কেমন লাগল, কী জানালেন তারকা জুটি
জগজিৎ সিং এবং চিত্রা সিং-এর আইকনিক গান ‘কোঠে তে আ মাহিয়া’ বাজছে ব্যাকগ্রাউন্ডে। গানের তালে তালে নেচে বিয়ের আসরে আসেন তাপসী। বরমালা অনুষ্ঠানে দম্পতি নাচের পাশাপাশি পরস্পরকে আলিঙ্গন করেছেন এবং চুমুও খেয়েছেন। নব দম্পতির সঙ্গীত অনুষ্ঠানের ঝলকও প্রকাশ্যে এসেছে।