আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। আর পুজো মানেই কাশের দোলা, রাত জাগা, আড্ডা, শিউলির গন্ধ, নতুন জামা, প্রচুর খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং, আর প্রেম। প্রেম বলতেই নানা জুটির মাঝে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-এর ‘কথা-অগ্নি’ জুটির কথা অনেকেই মাথায় আসে। নানা শুধু মাত্র তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির জন্য নয়, তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকরা দারুণ পছন্দ করেন। তাই সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে নানা প্রেমের গুঞ্জন শোনা যায়। আর এবার এই সব চর্চার মাঝেই মহালয়ায় একসঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করলেন তাঁরা। সুস্মিতার কপালে চুমু এঁকে শুরু হল সাহেবের শারদীয়া।
আরও পড়ুন: কপালে তৃতীয় নয়ন, হাতে পদ্ম, উমার সাজে ঋতাভরী! মহালয়ার সকালে চমক দিলেন নায়িকা
রবিবার তাঁরা দু'জনই একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে রংমিলান্তিতে তাঁদের দেখা মেলে। সুস্মিতার পরনে ছিল লাল রঙের শাড়ি। টানা দুল, নাকে নোলক, মাথায় গোলাপ, গলায় চোকার ও ছোট্ট টিপে, হালকা মেকআপে অসাধারণ লাগছিল নায়িকাকে। অন্যদিকে, সাহেবও জড়ির কাজ করা একটি লাল পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন। তাঁদের ব্যাকগ্রাউন্ডে তখন 'বাজলো তোমার আলোর বেনু'র সুর।
ভিডিয়োয় লাল গোলাপের পাপড়িতে ভরা গাঁদা ফুল দিয়ে সাজানো মাটির থালার উপর জ্বলন্ত প্রদীপ হাতে হাসি মুখে সাহেবের দিকে এগিয়ে আসতে দেখা যায় সুস্মিতাকে। অভিনেত্রী তারপর প্রদীপের তাপ ছুঁইয়ে দেন নায়কের কপালে। এরপর নায়কও সেই মঙ্গল তাপ নায়িকার কপালে ছোঁয়ান। এরপর নায়িকাকে কাছে টেনে তাঁর কপালে এঁকে দেন চুমু। তারপর নানা আদুরে মেজাজে ধরা দেন তাঁরা। ভিডিয়োটি পোস্ট করে সাহেব ক্যাপশনে লেখেন, ‘শরতের হাওয়া আর ঢাকের আওয়াজ—মা আসছেন… শুভ মহালয়া!’
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ২০ পার দেবের, পরিবারকে পাশে নিয়েই করলেন সাফল্য উদযাপন
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘শুধু ‘কথা’য় আমরা যে রোম্যান্স দেখতে পাই তা নয় কিন্তু, ফটোশ্যুটও সব কিছুই পেয়েছি।’ আর একজন লেখেন, ‘শুভ মহালয়া। এত সুন্দর, এত সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে গেল।’ আর একজন লেখেন, ‘এবার মনে হচ্ছে পুজো পুজো।’ আর এক ভক্ত লেখেন, ‘ওমা গো। সকাল সকাল একটা সারপ্রাইজ। মহালয়া টা আরও স্পেশাল হয়ে গেল, টাচউড।’ আর এক ব্যক্তি লেখেন, ‘খুব খুব ভালো কাটুক তোমাদের পুজো, আগমী দিনগুলো আরও শুভ হোক।’