প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি রাখিবন্ধনের দিন ভাইকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করলেন। ইনস্টাগ্রামে শ্বেতা লিখেছেন যে তিনি ভাই সুশান্তকে কতটা মিস করেন। এবং নিজের কষ্টের কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শ্বেতা আরও যোগ করেছেন যে, তিনি এখনও ভাইয়ের জন্য ‘প্রার্থনা করছেন’।
সুশান্ত ২০২০ সালে মারা গিয়েছিলেন। শ্বেতা সিং কীর্তি নিজের, সুশান্ত এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি একটি এডিটেড ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গিয়েছে ছোটবেলার সুশান্ত, তার বেড়ে ওঠার বছরগুলি এবং পরিবারের সঙ্গে কাটানো মজার সময়।
ক্লিপটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো নে হয়, তুমি আসলেই চলে যাওনি। তুমি এখনও আছেন, শুধুমাত্র পর্দার আড়ালে আছো, নীরবে পর্যবেক্ষণ করছ আমাদের। আর তারপরের মুহূর্তে এসেই একটা কষ্ট এসে জমা হয়। আমি কি সত্যিই তোমাকে আর কখনো দেখতে পারব না? তোমাকে হারানোর ষন্ত্রণা এতই গভীর যে, কোনো শব্দের সামনে তা ক্ষীণ হয়ে যায়।’
‘তোমাকে হারানোর ব্যথা এতই গভীর, এতই কাঁচা, যে শব্দ এর সামনে ক্ষীণ হয়ে যায়। এটি আমার ভেতরে নীরবে বাস করে, উচ্চারণ করার জন্য অত্যন্ত পবিত্র, ধারণ করার জন্য অত্যন্ত বিশাল। এবং প্রতিটি দিনের সঙ্গে সঙ্গে, এটি গভীর হয়, তিক্ততার সঙ্গে নয়, বরং স্পষ্টতার সঙ্গে।’
শ্বেতা এই পোস্টে সুশান্তের সঙ্গে দেখা করার কথাও বলেছেন। ‘আমি জানি আমরা আবার দেখা করব, ভাই। অন্য পক্ষে, গল্পের বাইরে, সময়ের বাইরে, যেখানে আত্মা একে অপরকে নামের মাধ্যমে নয়, বরং প্রেমের নীরব ভাষার মাধ্যমে চিনতে পারে। ততক্ষণ পর্যন্ত, আমি এখানেই রইলাম, এখনও আমার হৃদয় তোমার কব্জিতে রাখি বাঁধে, এখনও প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো না কেন, তুমি আনন্দে, শান্তিতে, আলোতে আবৃত থাক। অনেক দিন, যতক্ষণ না আমরা আবার দেখা করি। আমার সকল ভালোবাসা তোমার জন্য, গুড়িয়াদি।’
২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার বাসভবনে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ অ্যাসফিক্সিয়া বলে উল্লেখ করা হয়েছিল।
মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছিল। তদন্তে বলা হয় যে, তিনি আত্মহত্যা করেছেন। এরপর সুশান্তের বাবা ও পরিবারের তরফে অভিনেতার তৎকালীন প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা হয় আত্মহত্যার প্ররোচনার মামলা। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদক মামলাও সমান্তরালভাবে চলতে থাকে।
মাদক সংক্রান্ত মামলায় আপাতত জামিনে রয়েছেন রিয়া। তবে চলতি বছরের শুরুতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সুশান্তের মৃত্যুর মামলায় তাকে ক্লিনচিট দিয়েছে।