ভারত-পাকিস্তান ম্যাচ, বরাবরই আলাদা উত্তেজনা থাকে বৈকি! ২৩ ফেব্রুয়ারি ছিল, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ওয়ান ডে ক্রিকেট। আর সেখানেই আরও একবার বিরাট কোহলির দলের কাছে বিপর্যস্ত পাক ক্রিকেটাররা। এই খেলা দেখেননি এমন ক্রীড়াপ্রেমী বোধহয় কমই আছেন। বলি সেলেবদের পাশাপাশি কাজের ফাঁকে খেলা দেখতে ব্যস্ত ছিলেন টলি তারকারাও।
২৩ ফেব্রুয়ারি রবিবার ম্যাচ যখন চলছে তখন মালদা থেকে ট্রেনে ফিরছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। ট্রেনে বসে মোবাইলে চোখ রেখেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে। অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে, ম্যাচের শেষ মুহূর্তের টান টান উত্তেজনায় শুভশ্রী তখন ‘কোহলি কাম অন, কাম অন’ চিৎকার করছিলেন। এরপর বিরাট সেঞ্চুরি করতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন অভিনেত্রী। ভারত জিততেই সিটে বসে একপ্রকার নাচতে শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তাঁর টিম মেম্বারদের মধ্যেও। congratulations indian cricket team ক্য়াপশানে, IND VS Pak হ্যাশট্যাগে ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেত্রী।
অন্যদিকে প্রথমে কাজে গিয়ে মোবাইলে খেলা দেখেন, পরে বাড়ি ফিরে টেলিভিশনের পর্দায় ভারত-পাকিস্তান খেলা দেখতে বসেন অভিনেত্রী ইশা সাহা। দেশ জিততেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ইশাও। ‘বাই বাই #পাকিস্তান...বাপ বাপ হোতা হ্যায়!! #kingkohli’ ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করেছেন ইশা।
আরও পড়ুন-২ মার্চ হচ্ছে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে, সামনে এল তারই ঝলক, কে কে গাইলেন?
তবে শুধু শুভশ্রী ও ইশা সাহা ছাড়াও টলিপাড়ার আরও অনেক তারকাকেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দেখা যায়।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েও পয়েন্ট তালিকার এক নম্বরে ওঠা হয়নি ভারতের। তবে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে উড়িয়ে এ-গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। সেই সুবাদে রোহিত শর্মারা সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেন। টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল পাকিস্তানের।
বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সুবাদে ২ ম্যাচে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ পয়েন্ট। ফলে নিউজিল্যান্ডকে টপকে ভারত এ-গ্রুপের এক নম্বরে উঠে আসে। টিম ইন্ডিয়ার নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৪৭। পয়েন্টের নিরিখে এই সময় বাকিদের থেকে এগিয়ে ভারত, তবে নেট রান-রেটে এখনও নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানকে পরাজিত করে। ফলে ১ ম্যাচে কিউয়িদের খাতায় রয়েছে ২ পয়েন্ট। ভারত লিগ টেবিলের এক নম্বরে উঠে আসায় নিউজিল্যান্ড নেমে যায় এ-গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের নেট রান-রেট আপাতত +১.২০০। উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালে ভারতের সঙ্গে তারাও এ-গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে।