বাংলা নিউজ > বায়োস্কোপ > Geetashree Roy: ‘মন ফাগুনে’র পর পর্দায় নতুন রূপে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে কোন ভূমিকায় গীতশ্রী?
পরবর্তী খবর
Geetashree Roy: ‘মন ফাগুনে’র পর পর্দায় নতুন রূপে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে কোন ভূমিকায় গীতশ্রী?
1 মিনিটে পড়ুন Updated: 09 Feb 2023, 10:23 AM ISTPriyanka Bose
Geetashree Roy: স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। স্বদেশী আন্দোলনের সময়ে দস্যিপনা আর ভালোবাসার গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। প্রকাশ্যে এসেছে প্রোমো। ‘মন ফাগুনে’র পর এই ধারাবাহিকে পর্দায় আবার নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী গীতশ্রী-
পর্দায় আবার নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী গীতশ্রী (ছবি সৌজন্যে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে প্রোমো)
বাংলা টেলি পর্দার পরিচিত মুখে অভিনেত্রী গীতশ্রী রায়। ধারাবাহিক থেকে সিনেমার পর্দা সবেতেই অভিনয় করেছেন তিনি। এককালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’ থেকে তিনি টেলি পর্দায় জনপ্রিয়তা পান। স্টার জলসার ‘মনফাগুন’ ধারাবাহিকে শেষবার পর্দায় দেখা মিলেছে অভিনেত্রীর। ‘মন ফাগুন’ ধারালাহিকে তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকের।
ফের একবার ছোট পর্দায় নতুন রূপে ধরা দিলেন গীতশ্রী। সদ্য ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর প্রোমো নিয়ে হাজির স্টার জলসা কর্তৃপক্ষ। স্বদেশী আন্দোলনের মাঝে এক দস্যিপনা ভালোবাসার ঝলক প্রকাশ্যে এসেছে প্রোমোতে। আর এই ধারাবাহিকে হাত ধরেই নতুন রূপে পর্দায় ফিরে এলেন অভিনেত্রী। এর আগে তরুণ মজুমদার পরিচালিত ‘শ্ৰীমান পৃথ্বীরাজ’ নামে বাংলা সিনেমা মনে দাগ কেটেছে সিনে প্রেমীদের। নতুন এই ধারাবাহিকে গীতশ্রীকে দেখে আপ্লুত দর্শক।