বাংলা টেলি পর্দার পরিচিত মুখে অভিনেত্রী গীতশ্রী রায়। ধারাবাহিক থেকে সিনেমার পর্দা সবেতেই অভিনয় করেছেন তিনি। এককালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’ থেকে তিনি টেলি পর্দায় জনপ্রিয়তা পান। স্টার জলসার ‘মনফাগুন’ ধারাবাহিকে শেষবার পর্দায় দেখা মিলেছে অভিনেত্রীর। ‘মন ফাগুন’ ধারালাহিকে তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকের।
ফের একবার ছোট পর্দায় নতুন রূপে ধরা দিলেন গীতশ্রী। সদ্য ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর প্রোমো নিয়ে হাজির স্টার জলসা কর্তৃপক্ষ। স্বদেশী আন্দোলনের মাঝে এক দস্যিপনা ভালোবাসার ঝলক প্রকাশ্যে এসেছে প্রোমোতে। আর এই ধারাবাহিকে হাত ধরেই নতুন রূপে পর্দায় ফিরে এলেন অভিনেত্রী। এর আগে তরুণ মজুমদার পরিচালিত ‘শ্ৰীমান পৃথ্বীরাজ’ নামে বাংলা সিনেমা মনে দাগ কেটেছে সিনে প্রেমীদের। নতুন এই ধারাবাহিকে গীতশ্রীকে দেখে আপ্লুত দর্শক।
‘কমলা ও শ্ৰীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই একে একে সামনে এলেন একঝাঁক পরিচিত তারকা। সেখানে অভিনেত্রী গীতশ্রীরও দেখা গিয়েছে। তাঁর চরিত্র নিয়ে এখনও ধোঁয়াশা রেখেন স্টার জলসা কর্তৃপক্ষ। আরও পড়ুন: শাহরুখ থেকে অমিতাভ বলিউডে সব স্টার কাজ করতে চান এই শিশুটির সঙ্গে, চিনতে পারছেন?