শনিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে দমদমের সুধীর শূর কলেজের পিছনের এক বস্তিতে। আগুন লাগতেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কে কেউ কেউ সামনের খালেও ঝাঁপ দেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেই সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে অনেক দূর থেকে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।
দমদমে অগ্নিকাণ্ড
আগুন লাগার ঘটনা নজরে আসতে প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন আর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের আতঙ্কে চার দিকে তখন আর্তনাদ আর হাহাকার।
আরও পড়ুন: সারা, কৃতি থেকে বরুণ, দিলজিত দোসাঞ্জের কনসার্টে কেমন সেজে হাজির হয়েছেন সেলেবরা
অগ্নিদগ্ধ গবাদি পশু
এলাকায় অনেকেরই নিজস্ব খাটাল রয়েছে। সেখানেই বাঁধা ছিল একাধিক গবাদি পশু গোরু, মোষ। লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলী থেকে কোনও মতে বেরিয়ে বাসিন্দারা বাঁচলেও উপায় ছিল না অবলা জীবদের। তাই বেঁধে রাখা একাধিক গরু-মোষ তাই ঝলসে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মরতে হয়। বাসিন্দাদের কেউ কেউ দড়ি কেটে কিছু গরুকে বাঁচাতে পেরেছেন। তবে কিছু পশু আগুনে দগ্ধ হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি অগ্নিদগ্ধ পশুর ছবি পোস্ট করে চিকিৎসা নিয়ে সরব হয়েছেন শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন: বয়সের ফারাক ১১ বছর, বিয়ের আগেই প্রেগন্যান্ট, কেমন ছিল রণবীর-আলিয়ার লাভ লাইফ
শ্রীলেখার পোস্ট
শ্রীলেখার শেয়ার করে ভিডিয়োতে দেখা গিয়েছে, দমদমের ওই আগুনে অগ্ধিদগ্ধ একটি মোষ। তার আহত হওয়ার খবর পেয়ে, বেশ কিছু পশুপ্রেমী এসে ম্য়াটারোতে করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। ভিডিয়ো পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘আজ সকালে উঠে এমনিতেই মনটা ভারাক্রান্ত ছিল। মা-বাবার কথা মনে পড়ছিল। তারপর এটা দেখে সত্যিই শুভ নববর্ষ পেতে আর জানতে ইচ্ছে করছিল না’।
আরও পড়ুন: বড় বিপদে রুক্মিণী, ‘পাগলি এ কী হল!’, সাহায্যের প্রস্তাব দিয়ে এগিয়ে এলেন জিৎ, কী বললেন নায়িকা