তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার বিনোদন দুনিয়ায় নিত্যদিনের চর্চার কারণই হলেন তিনি। কাজ হোক, কিংবা ব্যক্তিগত জীবন, শ্রাবন্তীই এখন চর্চার 'হট টপিক'। তবে যে যাই বলুন না কেন, ট্রোলিং কিংবা সমালোচনা নিয়ে কোনওদিনই মাথা ঘামাতে রাজি নন অভিনেত্রী। যে যাই বলুন না কেন শ্রাবন্তী আছেন, শ্রাবন্তীতেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল শ্রাবন্তীর একটি ছবি। যেখানে কাছের মানুষের সঙ্গে সুইমিং পুলের একগলা জলে ডুবে বসে থাকতে দেখা গেল নায়িকাকে। একজন নয়, এই স্নানে অভিনেত্রীর সঙ্গী তাঁর দুই ভালোবাসার মানুষ। কিন্তু তাঁরা কারা? তবে কি ফের প্রেম করছেন নাকি অভিনেত্রী?
নাম যখন শ্রাবন্তী, তখন তাঁর খবরে এই প্রশ্নগুলো হয়ত স্বাভাবিকভাবেই আসবে…। তবে নাহ, এই গরমের দাবদাহ থেকে বাঁচতে শ্রাবন্তীর সঙ্গে যাঁরা পুলের জলে ডুবেছিলেন তাঁদের একজন অভিনেত্রীর নিজের দিদি স্মিতা চট্টোপাধ্যায়। অন্যজন অভিনেত্রী ভীষণই কাজের বন্ধু সঞ্চারী চক্রবর্তী। এই দুই নারীই শ্রাবন্তীর ছোটবেলা থেকে তাঁর সঙ্গী। তাঁর সবথেকে কাজের বন্ধু। আর ছবিটি মূলত নায়িকার বন্ধপ সঞ্চারী চক্রবর্তীই পোস্ট করেছিলেন।