আপাতত বিতর্কের কেন্দ্রবিন্দুতে দ্য বেঙ্গল ফাইলস সিনেমা! পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমার ট্রেলার আসার কথা ছিল শনিবারে। তবে, শেষ মুহূর্তে ভেন্যু থেকে অনুষ্ঠান বাতিল করা হয় বলে দাবি করেন বিবেক। জানান যে, অনুষ্ঠান বাতিল করার সময় তাঁকে জানানো হয় যে, রাজনৈতিক চাপ থাকাতেই এমন সিদ্ধান্ত।
যদিও রবিবার শহরের এক পাঁচতারা হোটেলে প্রকাশ পায় বেঙ্গল ফাইলসের ট্রেলার। ছবিতে রয়েছেন অনুপম খের, পল্লবী যোশি, মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, দর্শন কুমার, পৌলমী দাস, দর্শন কুমার, নমশি চক্রবর্তীর মতো তারকারা।
অনুপম-মিঠুন সরাসরি বিজেপি ভক্ত বলে পরিচিত। তবে সৌরভ দাস একসময় তৃণমূলের সদস্য হয়েছিলেন। এমনকী ঘাসফুলের মঞ্চেও বেশ কয়েকবার দেখা গিয়েছে সৌরভকে। তাহলে কেন তিনি মমতার সরকারের সমালোচনাকারী ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ কাজ করতে রাজি হলেন?
‘তুমি বেঙ্গল ফাইলসের কথা বলছ, আমি সত্যি বলছি আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, তার বাইরে আমি কিছু জানি না। কারণ এভাবেই কাজ হয়। আমি শুধু গোপাল পাঠা (সৌরভের চরিত্রের নাম)-র ব্যাপারে জানি। ধরো আমি যদি কখনো হিটলারের চরিত্র পাই, আর তাতে কাজ করি, তাহলে নিশ্চয়ই আমি নাৎসি সমর্থক হব না!’, বলতে শোনা গেল সৌরভকে।
তিনি আরও বলেন, ‘সেরকমই এই ছবিতে কাজ সম্পূর্ণ অভিনয়ের জায়গা থেকে করা। ওরকম একটা শক্তিশালী চরিত্র আমায় দেওয়া হয়েছে, আবার বম্বের মতো একটা ইন্ডাস্ট্রিতে। ম একজন। সেই কারণে লুফে নিয়েছি চরিত্রটা। আশা করি মানুষও খুব পছন্দ করবে।’, বলেন সৌরভ।’