সদ্য বড় পর্দায় মুক্তি পেয়েছে মৃগয়া। অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, রিজওয়ান রব্বানি শেখ, প্রিয়াঙ্কা সরকার এবং সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের।
টানটান উত্তেজনা, অসম্ভব সুন্দর চিত্রনাট্য এবং তার সঙ্গে দুর্দান্ত অভিনয়, সবমিলিয়ে মৃগয়া দেখে বাংলা ছবির জয়জয়কার করছেন দর্শকরা। তবে এই সিনেমায় একজনের অভিনয় সকলকে ছাপিয়ে গিয়েছে, তিনি হলেন সৌরভ দাস। ছবিতে একাধিক নায়ক চরিত্র থাকলেও খলচরিত্রে একমাত্র তিনিই অভিনয় করেছেন।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
বিগত কয়েক বছরে বহু চরিত্রে অভিনয় করেছেন সৌরভ, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত খল চরিত্রে অভিনয় এই প্রথম করলেন তিনি। কেমন লাগলো এমন একটি চরিত্রে অভিনয় করে? খলচরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাই বা কেমন?
সম্প্রতি Zee 24 ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চরিত্র ছিল একজন খলনায়কের। সত্যি বলতে, আমি এটা মনে করি একটা ছবিতে খলনায়ক যত বড় হবে, নায়কও তত বড় হতে পারবে। ভিলেন বড় না হলে হিরো কখনও বড় হয় না।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সৌরভ আরও বলেন, ‘ভালো করে খেয়াল করুন মোগাম্বো বা গব্বর চরিত্রটি যদি জনপ্রিয় না হতো তাহলে হয়তো ছবিগুলির নায়ক চরিত্রও কোনওদিন জনপ্রিয় হতে পারত না। এই ছবিতে আবার একজন নয়, চারজন হিরো রয়েছে, সেখানে খলনায়কের চরিত্রকে গ্লোরিফাই করতেই হত। আমিও সেই চেষ্টাই করেছি।’
প্রসঙ্গত, ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ এমনকি বড় পর্দাতেও একের পর এক চরিত্রে অভিনয় করে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন সৌরভ। কখনও মন্টু পাইলট, কখনও চরিত্রহীন, সবসময় নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করেন সৌরভ, তাই হয়তো নতুন প্রজন্মের একজন সফল নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি।