1 মিনিটে পড়ুন Updated: 18 Dec 2023, 10:27 AM ISTSubhasmita Kanji
Sourav-Darshana Reception: বিয়ের মতোই বৌভাতেও নজর কাড়লেন সৌরভ এবং দর্শনা বণিক। প্রকাশ্যে এল তাঁদের রিসেপশনের লুক।
রিসেপশনে রানি রঙের বেনারসিতে সাজলেন দর্শনা
প্রকাশ্যে এল সৌরভ এবং দর্শনার রিসেপশন লুক। বিয়ের মতোই বৌভাতেও তাঁরা তাঁদের সাজ দিয়ে নজর কাড়লেন সবার। ধরা দিলেন যুগলে।
সৌরভ এবং দর্শনার রিসেপশন লুক
এদিন দর্শনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি পোস্ট করেন তাঁরা রিসেপশনের। কোনও ছবিতে তাঁকে একা দেখা যায়, কোনওটায় আবার ধরা দেন বরের সঙ্গে। এদিন দর্শনা রানি রঙের একটি বেনারসি পরেছিলেন। গোটা শাড়ি জুড়ে ছিল ভরাট কাজ। পরেছিলেন ম্যাচিং ব্লাউজ। সঙ্গে ছিল সোনার গয়না। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বৌভাতের সন্ধ্যাবেলা।' অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদা রঙের পঞ্জাবি। মাল্টিকালারের কাঁথা স্টিচ দেখা যায় তাঁর পঞ্জাবিতে।
বৌভাতের দুপুরে দর্শনা পরেছিলেন টুকটুকে লাল সিল্কের শাড়ি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না এবং ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। তাঁদের ভাত কাপড়ের মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর তাঁরা একে অন্যকে নমস্কার করেন, জড়িয়েও ধরেন ভালোবেসে।