সাল ২০২০, আচমকাই দেশজুড়ে আছড়ে পড়েছিল কোভিড-১৯। সেসময় অজানা এই রোগর থাবায় গোটা দেশের মানুষই সঙ্কটের মধ্যে কাটাচ্ছিলেন। বিশেষ করে সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকরা। সেই কঠিন সময়ে সেই পরিযায়ী শ্রমিক এবং বিপদের সম্মুখীন হওয়া মানুষের পাশে যিনি 'মসিহা' হয়ে উঠেছিলেন তিনি হলেন সোনু সুদ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। এই ভিডিওতে, সোনু সুদ ব্যাখ্যা করেছেন যে তিনি যখন অভাবীদের সাহায্য করতে শুরু করেন, তখন বলিউডের অনেকই তাঁকে ফোন করেছিলেন, তবে সেটা তাঁদের কাজের জন্য। সাহায্য করেছেন মাত্র একজন অভিনেত্রী।
সোনু সুদের ভাইরাল ভিডিওটি 'দ্য রৌনক পডকাস্ট'-এর। রৌনক যখন সোনু সুদকে জিগ্গেস করেন, 'বলিউড ইন্ডাস্ট্রির এমন কোনও ব্যক্তি কি আছেন, যিনি আপনার সঙ্গে এই কাজে যোগ দিতে চেয়েছিলেন। বলেছিলেন আমার নাম যেন না আসে বা যদি আসে, তাহলেও কোনও সমস্যা নেই?'
এর উত্তরে সোনু সুদ বলেন, ‘এক্ষেত্রে মাত্র একজন অভিনেত্রীই এগিয়ে এসেছিলেন। তিনি হলেন সারা আলি খান। সারার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। ও এত ছোট, কিন্তু ওর মনে হয়েছিল যে আমি এই লোকদের যেকোনও উপায়ে সাহায্য করব। সারার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’
আপনাদের জানিয়ে রাখি, সারা আলি খান শুধু আর্থিক সাহায্যই করেননি, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে কোভিড রিসোর্স সম্পর্কে তথ্য শেয়ার করে সাধারণ মানুষকে সাহায্য করেছেন। তিনি অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড এবং ওষুধের ঘাটতি সম্পর্কে বেশ কয়েকটি এসওএস পোস্ট করেছিলেন, যেখানে সোনু সুদ এবং তাঁর দলকে ট্যাগ করা হয়েছিল।
আরও পড়ুন-বউ নিয়ে পুরীতে বেড়াতে গিয়ে বিপদে সৌরভের দাদা স্নেহাশিস, জানেন কে এই অর্পিতা?
সোনু সুদ আরও বলেন, ‘আজও অনেকেই চিকিৎসার জন্য আমার কাছে আসেন। অনেকেই আমার কাছে লোকজনকে পাঠিয়ে অনুরোধ করেন, দেখো তো এরজন্য কিছু করা যায় কিনা।’
প্রসঙ্গত, কোডিডের সময় শুধু পরিযায়ী শ্রমিকদের নয়, বহু অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। আর এভাবেই ধীরে ধীরে বহু মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান তুল্য। সেসময় সোনুকে সম্মান জানাতে কোনও পরিযায়ী শ্রমিককে তাঁর নামে দোকান খুলতে দেখা গিয়েছে, কোথাও আবার তৈরি হয়েছে সোনু সুদের মূর্তি।