পরিণতি পেল প্রেম। প্রেমিক নীলাঞ্জন ঘোষের সঙ্গে আইনি মতে বিয়ে সারলেন গায়িকা ইমন চক্রবর্তী। আগামী ২ ফেব্রুয়ারি ছাদনাতলায় বসার কথা দু'জনের। তারইমধ্যে সকলকে আইনি মতে বিয়ে সেরে নিলেন মিউজিক্যাল জুটি ইমন-নীলাঞ্জন।আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সাক্ষী রেখে আজ (রবিবার) বিয়ের রেজিস্ট্রি পর্ব সারলেন তাঁরা। করলেন মালাবদলও। লাল শাড়িতে এবং সাদা পাঞ্জাবিতে আইনি মতে বিয়ে সারলেন এই জুটি। আগামী ২ ফেব্রুয়ারি রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিউজিক্যাল জুটি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। একইদিনে হবে দু'জনের বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন- ‘সদ্য বিবাহিত’। দুজনের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা। প্রসঙ্গত, গত বছর পুজোর সময় তৃতীয়ার দিন বাগদান পর্ব সেরে ফেলেন এই মিউজিক্যাল জুটি। এবার আইনি মতেও বিয়ে সেরে ফেললেন নীলাঞ্জন ঘোষ-ইমন চক্রবর্তী।