শ্রুতি এলেন, গোলাপি ফ্লোরাল প্রিন্টেড হলুদ রঙা শাড়ি পরে। এদিন খোলা চুলে শ্রুতি যেন আরও মোহময়ী। গোলাপ হাতে স্বামীর দিকে এগিয়ে এলেন তিনি। এরপর সেই গোলাপে মিশে গেল শ্রুতি-স্বর্ণেন্দুর ভালোবাসা। একই গোলাপ দুজনে ধরে একে অপরের হাতে চুমু খেয়ে বসলেন লাভবার্ড শ্রুতি স্বর্ণেন্দু।
শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার
গতবছর (২০২৩) আইনি বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি-স্বর্ণেন্দু এখন স্বামী-স্ত্রী। আর বিয়ের পর এটাই ছিল শ্রুতি-স্বর্ণেন্দুর প্রথম সরস্বতী পুজো ও প্রথম ভ্যালেন্টাইনস ডে। আর তাই প্রেমের এই মাসে রোম্যাান্টিক সুরে ধরা পড়েছেন শ্রুতি-স্বর্ণেন্দু।
সরস্বতী পুজের দিন হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি এলেন, গোলাপি ফ্লোরাল প্রিন্টেড হলুদ রঙা শাড়ি পরে। এদিন খোলা চুলে শ্রুতি যেন আরও মোহময়ী। গোলাপ হাতে স্বামীর দিকে এগিয়ে এলেন তিনি। এরপর সেই গোলাপে মিশে গেল শ্রুতি-স্বর্ণেন্দুর ভালোবাসা। একই গোলাপ দুজনে ধরে একে অপরের হাতে চুমু খেয়ে বসলেন লাভবার্ড শ্রুতি স্বর্ণেন্দু। এমনই রোম্যান্টিক ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুতি লিখেছেন, ‘আমার স্বামীর ভ্যালেন্টাইন গিফট।’