২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় যেভাবে জঙ্গিহানায় ২৬ জনের প্রাণ গিয়েছে তাতে শিউরে উঠেছেন দেশবাসী। শোকপ্রকাশ করেছেন তারকারা। ক্ষোভ উগরে দিয়েছে। কেউ কেউ। এদিন এই ঘটনার পর কী বললেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সেলিম মার্চেন্ট?
কী ঘটেছে?
পহেলগাঁও হামলার পর এদিন সঙ্গীত জগতের একাধিক ব্যক্তিত্ব এদিন শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'পহেলগাঁওয়ের খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা এটার মোকাবিলা করবেন কী করে ঈশ্বরই জানেন।'
অন্যদিকে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন তিনি মর্মাহত। তাঁর কথায়, 'আমি পহেলগাঁও নিয়ে ভাবনা থামাতেই পারছি না। ওই হইচই, হুটোপুটির পর ওই নীরবতা, ওই পরিবারগুলো যাঁদের দুনিয়া আর আগের মতো থাকবে না....।' শ্রেয়া এদিন তাঁর এই টুইটে আরও লেখেন, 'আমার মন ব্যথায় কঁকিয়ে উঠছে যে অত সুন্দর, শান্তিপূর্ণ একটা জায়গায় এতগুলো প্রাণ চলে গেল। যে প্রাণগুলো চলে গেল তাঁদের সঙ্গে হিংসা, সন্ত্রাসের কোনও লেনদেন ছিল না। তাও তাঁর সেটার শিকার হলেন। এ যেন গোটা দেশের আত্মায় একটা দগদগে ক্ষত।'
কেবল অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল নন, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন সেলিম মার্চেন্ট। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন এদিন, সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'পহেলগাঁওতে যে নির্দোষ মানুষগুলোকে নিশানা বানানো হল সেটা কীসের ভিত্তিতে? তাঁরা মুসলিম নন, হিন্দু বলে। সমস্ত খুনিরা মুসলিম? না, তাঁরা আতঙ্কবাদী। ইসলাম এই শিক্ষা দেয় না।' তিনি এদিন আরও বলেন, 'মুসলিম হিসেবে আমি লজ্জিত যে আমায় এমন একটা দিন দেখতে হচ্ছে। আমার হিন্দু ভাই বোনদের এভাবে নৃশংস ভাবে মারা হল তাঁদের পরিচিতির জন্য। কবে এই ঘৃণা শেষ হবে? কাশ্মীর সবেই সুস্থ হতে শুরু করেছিল, আর তার মাঝেই এসব। আমার রাগ, ক্ষোভ প্রকাশের কোনও ভাষা নেই।'
আরও পড়ুন: প্রথম স্থান ফের হাতছাড়া পরিণীতার! ফুলকি না জগদ্ধাত্রী- কে এবারের বেঙ্গল টপার? কারা আছে সেরা ৫-এ?