বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ২০৬ রান তাড়া করতে নামে। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি বোলার জোশ হ্যাজেলউড এবং রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালের মধ্যে তুমুল লড়াই দেখা গেল। শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন অজি পেসারই। আর যশস্বীকে সেন্ড অফ দিতেই রেগে লাল হয়ে যান ভারতীয় দলের এই ওপেনার, এরপর আম্পায়াররা ঘটনায় হস্তক্ষপ করতে বাধ্য হন।
হেজেলউডকে শাসন করেন যশস্বী
ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে শুরু হয় লড়াই। জয়সওয়াল রান তাড়া করতে নেমে প্রথম আট বলে ২৩ রান করেছিলেন, যার মধ্যে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করে ছিলেন। জোশ হেজেলউড প্রথমদিকে লেগ স্টাম্পের দিকে যশস্বীকে বোলিং করছিলেন, কিন্তু পরের দিকে নিজের লাইন লেন্থ বদলাতেই পাল্টা যশস্বী পেটানো শুরু করেন হেজেলউডকে। পরপর তিনটি বাউন্ডারি মারেন যশস্বী।
৪৯ রানে আউট যশস্বী
এরপর পাওয়ারপ্লের শেষ ওভারেও বোলিং করতে এসেছিলেন জোশ হেজেলউড। সেখানে অজি পেসারের প্রথম চার বলে দুটি বাউন্ডারি এবং একটি ছয় মারেন যশস্বী। কিন্তু এরপর অজি তারকাও একটা স্লোয়ার বল দেন, আর তাতেই মিস হিট করে ফেলেন রাজস্থান রয়্য়ালসের এই ওপেনার। ১৯ বলে ৪৯ রান করে হেজেলউডের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ নেন রোমারিও শেপার্ড।
যশস্বীকে সেন্ড অফ হেজেলউডের
অর্ধশতরান থেকে ১ রান দূরে যশস্বী আউট হয়ে ফেরার সময়ই আর রাগ চেপে ধরতে পারেননি হেজেলউড। কারণ তাঁকে বেধরক পিটিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই যশস্বীকে সেন্ড অফ দেন অজি পেসার। আঙুল দেখিয়ে সেন্ড অফ দিতেই খেপে লাল হয়ে যান ভারতীয় ওপেনারও, পাল্টা তাঁকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এরপর আসরে নামে আম্পায়াররাও।
একঝলকে ভাইরাল ভিডিয়ো
বিষয়টি দ্রুত থামাতে আম্পায়াররা আসরে নামেন এবং আরসিবির অধিনায়ক রজত পতিদারকে সতর্ক করে দেন, যাতে তাঁর দলের ক্রিকেটাররা এই ঘটনার পুনরাবৃত্তি না করেন। আসলে অস্ট্রেলিয়ানদের সঙ্গে যশস্বী সম্পর্ক মোটেই ভালো নয়। স্টার্ককে স্লো বোলিং নিয়ে অস্ট্রেলিয়ার ডেরায় গিয়ে কটাক্ষ করেছিলেন যশস্বী। আর আইপিএলে হেজেলউডকে তিনি শাসন করতেই অজি পেসারের গায়ে লেগেছিল, তাই নিজেকে থামাতে না পেরেই যশস্বীকে তিনি সেন্ড অফ দিয়ে ফেলেন।