কাশ্মীরের পহেলগাঁওতে নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে পর্যটকদের। এবার সর্বদলীয় মিটিং। সেই মিটিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেন, বিরোধীরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
সকলেই পহেলগাঁওয়ে হামলার নিন্দা করেছেন। বিরোধীরা যে কোনও ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে' বৈঠকের পরে রাহুল সংবাদমাধ্যমকে বলেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সব দলই এই কাপুরুষোচিত হামলার নিন্দা করেছে এবং জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত।
সব পক্ষই এই হামলার নিন্দা জানিয়েছে। আমরা বলেছি, জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু।
নিরাপত্তায় গাফিলতি নিয়ে আলোচনা
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নিরাপত্তার গাফিলতি নিয়েও আলোচনা হয়েছে তাঁদের।
তিনি বলেন, 'নিরাপত্তার গাফিলতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সরকারকে আশ্বস্ত করেছি, সব রাজনৈতিক দল সরকারের পাশে থাকবে, তারা দেশের স্বার্থে যে সিদ্ধান্তই নিক না কেন।
আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, এই হামলার জন্য কার দায় তা ঠিক করা দরকার।
গোটা দেশ ক্ষুব্ধ, দুঃখিত এবং দেশ চায় কেন্দ্রীয় সরকার তাদের ভাষাতেই সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিক। তারা যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের শিবির ধ্বংস করা উচিত, পাকিস্তানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দাবি জানিয়েছি, জবাবদিহিতা ঠিক করতে হবে এবং কেন নিরাপত্তায় গাফিলতি হলো, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
কিরেন রিজিজু বলেন, প্রতিরক্ষামন্ত্রী নেতাদের ঘটনা এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে অবহিত করেছেন।
পহেলগাঁও হামলা
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে।
গত ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পহেলগাঁওতে জঙ্গি হামলার ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেছেন যে ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের নিরলসভাবে অনুসরণ করবে।
সংবাদ সংস্থা এএনআই