শনিবার রাতে নয়াদিল্লিতে আয়োজিত একটি ইভেন্টে এক পোশাক ব্র্যান্ডের জন্য র্যাম্পে হেঁটেছেন শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী ব্র্যান্ডের সর্বশেষ রেজোন্যান্স ২০২৪-২৫-এর কালেকশন থেকে পুঁতি এবং এমব্রয়ডারির কাজ করা একটি সুন্দর সাদা লহেঙ্গায় সেজে উঠেছিলেন। কিন্তু র্যাম্পে তাঁর হাঁটা অনেকেই সাবলীল বলে মনে হয়নি। আর তা নিয়েই নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়েছেন।
শোয়ের ভিডিয়োগুলি সমাজ মাধ্যমের পাতায় প্রকাশ্যে আসতেই তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। শ্রোতাদের এক অংশের মতামত যে তিনি র্যাম্পে খুব সুন্দর করে হেঁটেছেন, এবার অন্য আর এক অংশ মনে করেন যে হাঁটা র্যাম্পের যথোপযুক্ত ছিল না।
আরও পড়ুন: কন্যা পুজোর রীতি মেনে ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, ১০টাকার নোট তুলে দিলেন অঙ্কিতা-ভিকি
শ্রদ্ধার র্যাম্পে হাঁটা নিয়ে নেটিজেনদের মন্তব্য
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শ্রদ্ধাকে যথারীতি দারুণ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এই লেহেঙ্গায় হাঁটতে ওঁর অসুবিধা হচ্ছে।’একজন নেটিজেনের মতে, ‘যে লেহেঙ্গাটি শ্রদ্ধা পরে আছেন সেটি বেশ ভারী, কিন্তু সেটা শ্রদ্ধা ক্যারি করতে পারছেন না, বা সেটার জন্য ওঁর হাঁটতে সমস্যা হচ্ছে বলে তো মনে হচ্ছে না। যেভাবে তিনি রানীর মতো ২০ কেজির লেহেঙ্গা পরেছেন তা প্রশংসার যোগ্য।' অন্য একজন মন্তব্য করেছেন, ‘তিনি আরামে হাঁটতে পারছেন না, ওঁর মুখের অভিব্যক্তিতেই সবটা প্রকাশ পাচ্ছে।’
একজন ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘শ্রদ্ধা র্যাম্পে অভিনয় করছিলেন কারণ লেহেঙ্গার নীচের অংশটা খুব ভারী ছিল দেখেই মনে হচ্ছে। তিনি এটা পরে অনুশীলন করেননি।’ তারপরও আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় ওঁর লেহেঙ্গা ভারী, তাই তিনি ঠিক মতো হাঁটতে পারছিলেন না... যাইহোক ওঁকে দেখতে খুব সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, অমর কৌশিক পরিচালিত এবং নীরেন ভাট রচিত শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবি । ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড গড়েছিল। প্রথম এক সপ্তাহেই ছবিটি বাণিজ্যিক ভাবে এতটাই সফল হয়েছিল যে কিং খানের ছবি 'পাঠান'-কে পিছনে ফেলে দিয়েছিল। আয়ের দিক থেকে জওয়ান'-এর পর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল। তারপর বক্স অফিসের একের পর এক ইতিহাস গড়েছে এই ছবি। আর এবার 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে, নতুন বেঞ্চমার্ক সেট করেছে শ্রদ্ধার 'স্ত্রী ২'।
ছবিটি ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'স্ত্রী'-এর সিক্যুয়াল। ছবিতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দোপাধ্যায়। তাছাড়াও ছবিতে বিশেষ ভূমিকায় ধরা দিয়েছিলেন তামান্না ভাটিয়া।