Shark Tank season 2: ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র নতুন সিজন! রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা জানাল সোনি
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2022, 04:30 PM IST‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র নতুন সিজন আসছে খুব জলদি। উচ্ছ্বাস নেটিজেনদের।

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র পুরনো এপিসোডগুলিই বারবার দেখেন? তবে আপনার জন্য রয়েছে খুশির খবর। কারণ আসছে ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র সিজন ২। শনিবার সোনি টিভির পক্ষ থেকে প্রোমো শেয়ার করা হয়েছে।
প্রোমোতে দেখা যাচ্ছে এক কর্মচারী নিজের অফিসের বসকে তেল মারছে, যাতে সে ভালো কোনও বিনিয়োগকারীর সাথে পরিচয় করিয়ে দেয়। আর বস বারবার ফিরিয়ে দিচ্ছে! আর তারপরই আসে ভয়েসওভার, ‘বিনিয়োগকারীর খোঁজে ভুল দরজায় কড়া নাড়া বন্ধ করুন। আসছে শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিজন প্রথম পর্বের তুমুল সাফল্যের পর।’
প্রোমো জানান দিচ্ছে প্রথম সিজনে ‘শার্ক’ অশনীর গ্রোভার, অনুপম মিত্তল, আমান গুপ্তা, বিনীতা সিং, নমিতা থাপার, গজল আলঘ আর পীযুশ বনশাল মোট ৪২ কোটি টাকার বিনিয়োগ করেছেন, ৮৫ হাজার অবেদনকারীদের মধ্যে থেকে বেছে নিয়ে। ইতিমধ্যে নতুন সিজনের রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। আরও পড়ুন: Shark Tank: আশনীর-বিনীতা-আমন-অনুপমরা প্রতি এপিসোড কত টাকা নিয়েছে জানলে তাক লাগবে
6.88% Weekly Cashback on 2025 IPL Sports