জি সিনে অ্যাওয়ার্ডস রেড কার্পেট অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের মতো। আর সেখানেই এদিন এসেছিলেন শাহরুখ খান, ববি দেওল, আয়ুষ্মান খুরানা সহ একাধিক বলিউড তারকারা। এবারের এই অ্যাওয়ার্ড শোতে প্রায় ৯ বছর পর পারফর্ম করবেন শাহরুখ খান।
শাহরুখ খান এদিন অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছিলেন জি সিনে অ্যাওয়ার্ডের রেড কার্পেটে। সঙ্গে পরেছিলেন কালো রোদ চশমা, কানে ছিল সিলভার কানের দুল। তিনি এবারের এই পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তাও দুটো ছবির জন্য, একটি হল জওয়ান, আরেকটি হল পাঠান।
আয়ুষ্মান খুরানা এবারের জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। তিনি এই শোয়ের রেড কার্পেটে ধরা দেন তাঁর ভাই অপরশক্তি খুরানার সঙ্গে। আয়ুষ্মান এদিন সাদা শার্ট, কালো প্যান্ট এবং শিমারি কোট পরেছিলেন। ববি দেওল পরেছিলেন কালো স্যুট এবং ল্যাভেন্ডার রঙের শার্ট।