
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তাঁকে সবাই দিদি নম্বর ওয়ান বলেই চেনেন। আসলে সেই ২০১২ সাল থেকে একটানা তিনি দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করে আসছেন। এখন রচনা বন্দ্যোপাধ্যায় এবং দিদি নম্বর ওয়ান যেন সমার্থক হয়ে গিয়েছে। এবার এই বাংলার দিদি নম্বর ওয়ান বাংলার দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে চলেছে লোকসভা নির্বাচনে। হ্যাঁ, রাজনীতির ময়দানে অভিষেক হল রচনার। এবার লোকসভায় তিনি হুগলি কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের হয়ে। কিন্তু তাঁর বিষয়ে এই অজানা বা কম জানা তথ্যগুলো জানেন?
রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়ে। তাঁর বাবা মা তাঁর নাম রেখেছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিনোদন জগতে পা রাখার সময় তিনি নাম পাল্টান। পরিচিতি পান রচনা বন্দ্যোপাধ্যায় হিসেবেই। দান প্রতিদান ছবির মাধ্যমে তাঁর পথ চলা শুরু হয়। তিনি তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান।
আরও পড়ুন: স্কুলে রোজ শাস্তি পেতেন সৌরভ! দাদাগিরিতে বললেন, 'ভীষণ বকতো, ক্লাস দিয়ে...'
কলকাতাতেই তাঁর স্কুল এবং কলেজ সব। অংশ নিয়েছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। কিন্তু ফাইনালে বাদ হয়ে যান। এরপরই বিনোদন জগতে আসা তাঁর। বাংলা ছবির পাশাপাশি করেছেন বহু ওড়িয়া, তামিল, তেলুগু এবং হিন্দি ছবি। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: রাজ্য রাজনীতির সঙ্গে 'ত্যাগ' ছবির মিল! লকেট বনাম রচনা ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া ভাসছে মিমের বন্যায়
বর্তমানে তিনি দিদি নম্বর ওয়ান সঞ্চালনা করার পাশাপাশি একটি পোশাকের ব্যবসা চালান। এবার পা রাখলেন রাজনীতিতে। রাজনীতির ময়দানে তিনি একেবারেই আনকোরা। অন্যদিকে ২০১৯ এর লোকসভায় হুগলি কেন্দ্র থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এখন দেখার পালা এবারের লোকসভায় রচনা লকেটকে হারান নাকি লকেট তাঁর জায়গা ধরে রাখেন।
৳7,777 IPL 2025 Sports Bonus