২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন সারা আলি খান। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘গ্যাসলাইট’ সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-মা অমৃতা সিং ও সইফ আলি খানকে নিয়ে কথা বললেন তিনি।
বাবা সইফের কাছ থেকে কতটা সাহায্য পান সিনেমার স্ক্রিপ্ট বাছার ব্যাপারে, সেই নিয়ে প্রশ্ন এলে জবাব দেন, বাবা তাঁর কাজে হস্তক্ষেপ করেন না বা খুব বেশি পরামর্শ দেন না। তবে একবার তাকে বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে স্ক্রিপ্ট বাছাই করতে হয় এবং তিনি তা অনুসরণ করে চলেছেন।
সারা বলেন, ‘আমার বাবা আমার সিনেমার স্ক্রিপ্টগুলি পড়েন না বা আমাকে ওগুলো বেছে নিতে সাহায্যও করেন না। তিনি আমাকে বলেছেন, 'অভিনেতা হিসেবে আপনি যদি কোনও চিত্রনাট্য পড়েন এবং পড়া শেষে মনে করেন যে আপনি এটি করতে চান, তাহলেই এটি করুন।' অন্যদেরকে আপনার স্ক্রিপ্ট পড়তে বাধ্য করে কী পাবেন!’ আরও পড়ুন: ‘যদি বলতাম সকালে ঠাকুরের নাম করি…!’, মুক্তকাম নিয়ে ফের বিস্ফোরক জবাব কবীর সুমনের
মা অমৃতা প্রসঙ্গে সারা বলেন, ‘মাকে ছাড়া জীবন আমি ভাবতেই পারি না। আমি একটা ব্যাপার নিশ্চিত করতে পারি আর সেটা হল মা-ই আমার রোজ ঘুম থেকে ওঠার। বেশিরভাগ দিন এটাই কারণ। আমি মা-কে ছাড়া ভাবতেই পারি না।’
ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে গ্যাসলাইট। চিত্রাঙ্গদা সিং এবং বিক্রম মাসে অভিনীত এই সিনেমায় সারাকে দেখা গিয়েছে এমন এক মহিলার চরিত্রে যে নিখোঁজ পিতাকে খুঁজতে পৈত্রিক বাড়িতে যান। আরও পড়ুন: ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন লাকি আলি
সারাকে এরপর ভিকি কৌশলের বিপরীতে লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না-হওয়া ছবিতে দেখা যাবে। অভিনেতা এখন কারিশ্মা কাপুরের সঙ্গে হোমি আদাজানিয়ার ‘মুবারক’-এর শ্যুটিং করছেন, যা একটি হত্যা রহস্যের উপর নির্মিত। হাতের এই কাজ শেষের পর সারাকে আদিত্য রায় কাপুর এবং কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’-এর সঙ্গে অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডাইনো’-এর শুটিং শুরু করবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )