গায়ক-অভিনেতা লাকি আলি ফেসবুকে ক্ষমা চাইলেন ‘হিন্দু ভাই-বোনদের’ কাছে। সম্প্রতি তিনি একটি পোস্টে লেখেন যে ‘ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘আব্রাম’ থেকে। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টায় পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে তাতে কাজ হল না। বিতর্ক থামাতে শেষমেশ ক্ষমা চাইতে হল তাঁকে।
সোশ্যাল পোস্টে লাকি লিখলেন, ‘প্রিয় সবাই, আমার আগের পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। আমার উদ্দেশ্য কারো মধ্যে কষ্ট বা রাগ সৃষ্টি করা ছিল না এবং আমি গভীরভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি নিয়ে আসা। বুঝতে পারছি যা আমি বলতে চেয়েছিলাম, তা বোঝাতে পারিনি। এরপর থেকে আমি যা পোস্ট করব, তার বাক্যাংশ সম্পর্কে আরও সচেতন হব। কারণ আমি বুঝেছি আমার বক্তব্য অনেক হিন্দু ভাই-বোনকে বিরক্ত করেছে। সে জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি তোমাদের সবাইকে ভালবাসি।’

ক্ষমা চেয়ে পোস্ট লাকি আলির।
কী লিখেছিলেন লাকি আলি আগের পোস্টে?
রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ব্রাহ্মণ শব্দের উৎস ব্রহ্ম যা আব্রাম থেকে এসেছে… সেটি আবার আব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে। তাই ব্রাহ্মণরা ইব্রাহিম আলাহিসলামের উত্তরসূরি। যিনি সমগ্র বিশ্বের অধিপতি। তাহলে কোনও কারণ ছাড়া নিজেদের মধ্যে এত লড়াই ও ঝগড়া কেন?’
এই পোস্টের পরই ওঠে নিন্দার ঝড়। নেট-নাগরিকদের রোষের মুখে পড়ে পোস্টটি মুছেও ফেলেন তিনি।
লাকি আলি বলিউডের প্রয়াত অভিনেতা মেহমুদের ছেলে। তিনি ১৯৯৬ সালে হিট অ্যালবাম সুনোহ দিয়ে সঙ্গীতের জগতে আত্মপ্রকাশ করেন এবং অসংখ্য পুরস্কার জিতেছেন। সংগীত জীবনের সাফল্যের আগে, লাকি আলি শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তার প্রথম সিনেমা ছিল ‘ছোটে নাওয়াদ’ যা মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে, পরিচালনায় তাঁর পিতা। পরবর্তীতে ৭০ এবং ৮০-এর দশকে ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হামারে তুমহারে’, ‘ত্রিকাল’, ‘সুর’, ‘কাঁটে’ এবং ‘কসাক’-এর মতো সিনেমায় অভিনয় করেন।
যদিও দীর্ঘদিন তাঁকে সিনেমায় দেখা যায়নি। তবে দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করেন। সংগীতপ্রেমীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )