লোকসভা নির্বাচন চলছে। সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণে মুম্বইতে ভোট দিতে হাজির ছিলেন বলিউড তারকারা। অন্যান্য তারকাদের মতোই নিজ কেন্দ্রে ভোট দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী সানায়া মালহোত্রা। খুব স্বাভাবিকভাবে ছবি তোলার জন্য তাঁকে ঘিরে ফেলেছিল পাপারাৎজি। আর তাতেই অল্পের জন্য বড়সর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সানায়া।
ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভোট দিয়ে বের হয়ে আসার পর তাঁর ছবি ও ভিডিয়ো তুলতে ব্যস্ত হয়ে পড়ে পাপারাৎজি। যদিও সানায়া পুরো বিষয়টিই এড়িয়ে যেতে চাইছিলেন। তিনি চটজলদি গাড়িতে উঠে পালাতে চাইছিলেন। তবে পাপারাৎজিও নাছোড়বান্দা।
এদিকে সানায়াকে পাপারাৎজি রাস্তার ঠিক মাঝখানে ঘিরে ফেলে। তবে তিনি বের হয়ে যেতে চাইছিলেন। তখনই তাড়হুড়ো ও দৌড়াদৌড়িতে পাপারাৎজির ভারী ক্যামেরায় সানায়ার ঠিক মুখে আঘাত লাগত, আরেকটু হলে অভিনেত্রীর মুখ, নাক ফেটে যেতে পারত। তবে সেটা ঘটেনি। যদিও পুরো ঘটনাটি কোনওভাবেই ইচ্ছাকৃত নয়, কেউ যে অভিনেত্রীকে আঘাত করতে চাননি, তা ভিডিয়োটি দেখলেই স্পষ্ট হয়। পরে সানায়া অবশ্য পরিস্থিতি বুঝতে পেরে রাস্তা পার হয়ে গিয়ে পাপারাৎজির জন্য পোজ দেন।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নেটনাগরিকরা সানায়ার সমর্থনে সুর চড়িয়েছেন। একজন লিখেছেন, 'পাপারাজ্জির সেলিব্রিটিদের সামনে বুঝেশুনে পদক্ষপ করা উচিত।' কারোর মন্তব্য, ‘এই পাপারাৎজি বিষয়টাই খুব ঝামেলাপূর্ণ’। কারোর কথায়, 'লোকে বলে সেলিব্রিটিদের মে অ্যাটিটিউড আছে..ভাই এই প্যাপস তো আরেকটু হলে মেরেই দিতেন।' কারোর দাবি, প্যাপসদের বোঝ উচিত, রাস্তা পার হওয়ার সময় এসব করা যায় না।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত,কাজের ক্ষেত্রে সানায়া মালহোত্রাকে শেষবার শাহরুখ খানের ব্লকবাস্টার ফিল্ম 'জওয়ান'-এ দেখা গিয়েছিল। ২০২৩-এ মুক্তি পেয়েছিল জওয়ান, যেটি কিনা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। ছবিতে সানায়াকেও অ্য়াকশন দৃশ্যে দেখা গিয়েছিল।
সানায়া মালহোত্রাকে খুব শীঘ্রই বরুণ ধাওয়ান এবং অ্যাটলির মিলিত প্রয়াসে তৈরি প্রথম ছবি ‘বেবি জন’-এ দেখা যাবে বলে জানা গেছে। এছাড়াও শীঘ্রই মুক্তি পেতে চলেছে সানায়ার ছবি ‘মিসেস’, তাঁকে তামিল ছবি ‘থাগ লাইফ’-এও দেখা যাবে সানায়া মালহোত্রাকে। প্রসঙ্গত ২০২৬ সালে মুক্তি পাওয়া আমির খান 'দঙ্গল' ছবির হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন সানায়া। যে ছবিতে মহাবির সিং ফোগাত এর দ্বিতীয় সন্তান ববিতা কুমারীর চরিত্রে দেখা গিয়েছিল সানায়াকে। ছবিতে কুস্তিগীরের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়।