শুক্রবার ৬৩ বছরে পা রাখলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শামশেরা’। ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা মিলেছে সঞ্জয়ের। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্যমে একটি অদেখা ছবি পোস্ট করেছেন স্ত্রী মান্যতা দত্ত।
ছবিতে সঞ্জয় দত্তকে জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। ক্যাপশনে মান্যতা লেখেন, ‘শুভ জন্মদিন আমার রকস্টার!! সবসময় অনুপ্রেরণা হিসেবে থেকো!! অনন্ত প্রেম।’ অভিনেতা তাঁর বাইসেপের ব্যায়ামে মনযোগী।
আরও পড়ুন: ‘আকৃষ্ট হয়েছিলাম’, বিপাশার প্রতি আলাদাই ভালোলাগা ছিল আর মাধবনের, ফাঁস অভিনেতার
সঞ্জয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘শামশেরা’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সঞ্জয় শুদ্ধ সিং নামে একজন নির্দয় জেলারের চরিত্রে অভিনয় করেছেন। বক্স অফিসে তেমন লক্ষ্মীলাভ করতে পারেনি এই ছবি। জন্মদিনের সকাল থেকে শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা।