বিয়ে ভাঙার গুজবের মাঝেই শোয়েবের সঙ্গে দেখা গেল সানিয়ার। ছেলের জন্মদিন উপলক্ষ্যে গোটা পরিবারের সঙ্গে দুবাইতে ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন ভারতীয় টেনিস তারকা। ছেলের জন্মদিনের পরই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন তিনি?
সানিয়া মির্জার ইনস্টাগ্রাম স্টোরি
সানিয়া মির্জা এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'প্রতিটি সক্ষম, শক্তিশালী, স্বাধীন মনের নারীর নেপথ্যে একটি বাচ্চা মেয়ে থাকে যে কারও উপর নির্ভর না করেই একা দাঁড়াতে শিখেছে।' গত ৩০ অক্টোবর তিনি এই পোস্টটি করেন। ইজহান অর্থাৎ সানিয়া শোয়েবের ছেলের জন্মদিনের পার্টির একাধিক ছবির পর তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্ট শেয়ার করেছেন।
এদিন সানিয়া যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁর ছেলের জন্মদিনের কেক কাটার মুহূর্ত থেকে তাঁদের পারিবারিক অনুষ্ঠানের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ছবিতে সানিয়া মির্জার বোন, তাঁর মেয়ে সহ টেনিস তারকা এবং তাঁর ছেলেকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'আমি ওকে ভালোবেসে ফেলেছি' দশম অবতার করতে হয়ে কাকে মন দিলেন 'প্রবীর' প্রসেনজিৎ?
আরও পড়ুন: 'জাস্ট লুকিং লাইক এ ওয়াও', ট্রেন্ডে ভেসে শার্লিজ থেরনের প্রশংসা করণের, কী জবাব দিলেন অভিনেত্রী?