ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। সিরিয়াল থেকে যাত্রা সবেতেই তবে অবাধ যাতায়াত। বারংবার নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। আছে তাঁর অভিনয়ের প্রশিক্ষণ দেওয়ার একাডেমিও। এ হেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে বর্তমানে দর্শকরা আকাশ কুসুম ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। সেই ধারাবাহিকটি সদ্যই ৩০০ পর্ব পার করল। সেই উপলক্ষ্যে কেরিয়ারে আপাতত নিজের লক্ষ্য থেকে কিছু মাস আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এবং পথ দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
আরও পড়ুন: 'রামপ্রসাদ' এবার পরিচালক! সব্যসাচীর পরিচালিত 'নিষ্পত্তি' দেখানো হবে কলকাতার চলচ্চিত্র উৎসবে
কেরিয়ার প্রসঙ্গে কী জানালেন সম্রাট মুখোপাধ্যায়?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্রাট মুখোপাধ্যায় জানান তিনি আপাতত ছোট পর্দাতেই কাজ করতে ছবি। নিজেকে সিরিজ থেকে আপাতত দূরেই রাখতে চান। কিন্তু কেন? এই প্রসঙ্গে সম্রাট মুখোপাধ্যায় জানান, 'নিজেকে একটু গুছিয়ে নেওয়া বাকি। ছোট পর্দা থেকে সরে যেতে চাইছি না এখনই। আর সিরিয়ালে কাজ করলে অন্য কাজ করা সম্ভব নয় এক সঙ্গে। আমি পারি না অন্তত। তাই আপাতত সিরিজ থেকে দূরে থাকছি আমি।' কেবল অভিনয় নয়, দিনের অনেকটা সময় অভিনেতা শরীর চর্চাতেও ব্যয় করেন বলেই জানান।নিয়মিত শরীর চর্চা তাঁকে ফিট থাকতে সাহায্য করে বলেই জানিয়েছেন তিনি।
গাড়ি দুর্ঘটনা এবং হাজতবাস নিয়ে কী জানালেন অভিনেতা?
অভিনেতা তবে বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভাবেই অস্বীকার করেন। তাঁর কথায়, 'মাত্র ১০ মিনিট মদ খেয়ে নেশাতুর হওয়া যায়? বা নেশা করে গাড়ি দুর্ঘটনা ঘটানো যায়? আমার লিভার থেকে কোনও মদ পাওয়া যায়নি। তাছাড়া আমি সেদিন ৯০ কিমি বেগে তাও মদ্যপ অবস্থায় মোটেই গাড়ি চালাইনি। বরং তদন্তের রিপোর্টেই জানানো হয়েছে আমার গাড়ির গতিবেগ ছিল ৫২ কিমি।' তাঁর কথায় তিনি কিছুদিন পরেই হয়তো এই বিষয়ে সাংবাদিক ডেকে পুরোটা জানাতেন। কিন্তু তার আগে সেই সুযোগ হয়ে যাওয়ায় তিনি খোলসা করে জানান সেই রাতে আসলে এক বাইক আরোহী দুরন্ত গতিতে লেন চেঞ্জ করে তাঁর সামনে এসে পড়েন। তখন আর সামলাতে না পেরে দুর্ঘটনাটি ঘটে যায়।
আরও পড়ুন: আবারও পিছিয়ে গেল ডন ৩ -এর শ্যুটিং! জানুয়ারির বদলে কবে থেকে শুরু হবে রণবীরের ছবির কাজ?
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে বলিউড তারকাদের হাট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ কারা থাকছেন হাউজফুল ৫ -এ?
প্রসঙ্গত চলতি বছরের মে মাসে বাবাকে হারিয়েছেন অভিনেতা। তারপরই অগস্ট মাসে ঘটে এই ঘটনা। আর এই ঘটনার জেরে তাঁকে হাজতবাস পর্যন্ত করতে হয়।